Dakshin Dinajpur News: চার দিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি বেশ কিছু জায়গায়
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
টানা চার দিনের ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু এলাকায়
দক্ষিণ দিনাজপুর: জেলাজুড়ে গত চার দিনের একটানা বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা। জেলার প্রধান তিন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে সহজে রাস্তাঘাট থেকে জল নামছে না। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টাঙ্গন নদীর জল বিপদ সীমার কাছাকাছি পৌঁছেছে। এর ফলে কুশমুন্ডি ব্লকের বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে।
দক্ষিণ দিনাজপুর জেলার অপর দুই নদী পুনর্ভবা ও আত্রেয়ীর জলস্তরও বৃদ্ধি পেয়েছে অনেকটাই। কিন্তু এই দুটি নদীর জলস্তর এখনও বিপদ সীমার নীচ আছে। গঙ্গারামপুরের পুনর্ভবা নদীর বাঁধ অঞ্চলের কয়েকটি জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু করেছে সেচ দফতর।
advertisement
advertisement
দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বীজিন কৃষ্ণা ও পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এদিন দুপুরেই কুশমন্ডি, হরিরামপুর সহ বিভিন্ন ব্লকের জল প্লাবিত এলাকা ঘুরে দেখেন। জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে একশোরও বেশি পরিবারকে বিভিন্ন ফ্ল্যাড রিলিফ সেন্টারে সরিয়ে নিয়ে আসা হয়েছে। রাত থেকেই গ্রামের লোকজন বাঁধ মেরামতির কাজ শুরু করেছে। ইতিমধ্যেই বালি এবং মাটির বস্তা ফেলে বাঁধ সারানোর কাজ চলছে। তাছাড়া নদীতে জলস্তর বেড়ে যাওয়ার কারণে দুশ্চিন্তার ভাঁজ গ্রামের মানুষের কপালে।
advertisement
জেলাশাসক বীজিন কৃষ্ণা জানান, হরিরামপুর, বংশীহারী ও কুশমন্ডিতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে কিছু মানুষকে নদীর তীরবর্তী অঞ্চল থেকে তুলে নিয়ে ফ্ল্যাড সেল্টারে আশ্রয় দেওয়া হবে। ইতিমধ্যেই বেশকিছু এলাকায় কমিউনিটি কিচেন চালানো হবে বলে ঠিক হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন তৎপর রয়েছে।লোকালয়ে ঢুকে পড়েছে নদীর জল। পরিস্থিতি যাতে বেগতিক না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 26, 2023 3:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: চার দিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি বেশ কিছু জায়গায়









