Hooghly News: এবার কল খুললেই গ্যাস! আরামবাগে চালু হচ্ছে এই পরিষেবা

Last Updated:

এবার কল খুললেই বেরোবে গ্যাস! পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে রান্নার গ্যাস সরবরাহ পরিষেবা শুরু হতে চলেছে আরামবাগে

+
title=

হুগলি: কল খুললে এবার আর শুধু জল নয়, এখন থেকে গ্যাসও মিলবে! এমনই পরিষেবা শুরু হতে চলেছে আরামবাগ পুর এলাকায়। এর জন্য শুরু হয়ে গেল রেজিস্ট্রেশন। হিন্দুস্তান পেট্রোলিয়াম পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পিএনজি সরবাহ করতে চলেছে। জানা গিয়েছে আপাতত ৩৫৪ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। পরে দিতে হবে ৫,০০০ টাকা সিকিউরিটি ডিপোজিট। তারপর গ্রাহক যতটা পরিমাণ গ্যাস ব্যবহার করবেন সেই পরিমাণ বিল মেটাতে হবে। জানা গেছে এই গ্যাস ব্যবহার করলে অনেকটাই আর্থিক সাশ্রয় হবে। বর্তমানে সিলিন্ডার গ্যাসের তুলনায় যা প্রায় ২০ শতাংশ কম খরচে মিলবে। এছাড়াও পাইপলাইনের মাধ্যমে গ্যাস ব্যবহারের নিরাপত্তা অনেকটাই বেশি।
মঙ্গলবার আরামবাগের ১ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের রেজিস্ট্রেশন কর্মসূচি সারল এইচপির এক প্রতিনিধি দল। এই বিষয়ে এইচপির আধিকারিক সুমন কর্মকার জানান, রেজিস্ট্রেশন করা হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে। তার কারণ পাইপ লাইনের মাধ্যমে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে যাবে গ্যাস। পরবর্তীতে এই গ্যাস খরচা করার জন্য থাকবে মিটার বক্স। এর ফলে অনেকটা গ্যাস সাশ্রয় হবে বলে তিনি জানান।
advertisement
advertisement
আরামবাগের পুরপ্রধান সমীর ভান্ডারী জানান, এ ধরনের গ্যাস ব্যবহারের ফলে অনেকটাই সুবিধা পাবে। যার ফলে মধ্যবিত্ত বাড়িতে বেশি অঙ্কের টাকা খরচা করে গ্যাস ব্যবহার করছিলেন তাঁরা অনেকটাই আর্থিক দিক থেকে উপকৃত হবেন। অন্যদিকে আরামবাগের মানুষও পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ পরিষেবাকে দু’হাত তুলে স্বাগত জানিয়েছে।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: এবার কল খুললেই গ্যাস! আরামবাগে চালু হচ্ছে এই পরিষেবা
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement