Hooghly News: সাইকেল করে পথে পথে ঘুরছেন বিডিও! ব্যাপারটা কী?
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
বাংলায় ক্রমশই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গি সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খোদ বিডিও সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে সচেতন করছেন
হুগলি: পুজোর মুখে ক্রমশই প্রবল হচ্ছে ডেঙ্গি আতঙ্ক।জেলাজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। আর তাই ডেঙ্গি রুখতে পথে নামলেন সরকারী আধিকারিকরা। এদিন গোঘাট-১ ব্লকের বিডিও সম্রাট বাগচী সাইকেলে চড়ে বালি অঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষকে সচেতন করলেন। বাজার ও বিভিন্ন জনবহুল জায়গা ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন উপায় সম্পর্কে জানালেন। সঙ্গে ছিলেন বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁতরা সহ অন্যান্যরা।
উল্লেখ্য, জেলাজুড়ে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গি রুখতে বিভিন্ন সময় মানুষকে সচেতন করতে দেখা গিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে প্রশাসনের আধিকারিকদের। কোথাও র্যালির মাধ্যমে আবার কোথাওবা প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন তাঁরা। তবুও এখনও অনেকে সচেতন হননি। তাই এবার বিডিও নিজ উদ্যোগে প্রচারে নামলেন। সম্রাটবাবুকে সাইকেল নিয়ে প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়াতে দেখা গেল।
advertisement
advertisement
এই বিষয়ে পঞ্চায়েতের এক আধিকারিক জানিয়েছেন, বিডিও সাহেব অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি সাইকেলে করে গ্রামে গ্রামে প্রচার চালাচ্ছেন। মূলত যে গ্রামগুলোতে এখনও অনেক মানুষ সচেতন নয় তাঁদেরকে সজাগ করছেন সম্রাটবাবু। খোদ বিডিও সাহেব সাইকেল নিয়ে গ্রামের রাস্তায় রাস্তায় ঘোরায় তৎপর হয়েছেন বাকি সরকারি কর্মীরাও।
অন্যদিকে এই বিষয়ে বিডিও সম্রাট বাগচী জানালেন, দিনের পর দিন জেলাজুড়ে ডেঙ্গি আতঙ্ক বাড়ছে। তাই ডেঙ্গির হাত থেকে রক্ষা পাওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। এদিন থেকে এই প্রচার কাজ শুরু হল। ধাপে ধাপে ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এ ধরনের প্রচার হবে বলেও তিনি জানিয়েছেন।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2023 2:58 PM IST