Hooghly News: ছেলের জন্য দিল্লিযাত্রা দম্পতির, বাড়ির দায়িত্বে শ্বশুরবাড়ি, ফিরে যা দেখলেন...!

Last Updated:

সুদীপ বাবুর ছেলে দেবমাল্য পাইলটের ট্রেনিং নিতে দিল্লিতে থাকেন। সেখানেই পাঁচ দিন আগে সস্ত্রীক গিয়েছিলেন সুদীপ। তাঁর নাড়ুয়ার বাড়ি দেখাশোনা করছিলেন শ্বশুরবাড়ির লোকজনরা।

+
আলমারি

আলমারি ভেঙে লুটপাট করে চোর

হুগলি: বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে সর্বস্ব লুটপাট। এইবারের চুরির কাণ্ড হুগলির পৌরনিগম শহর চন্দননগরে। দিল্লিতে ছেলেকে দেখতে গিয়েছিলেন নাড়ুয়ার বাসিন্দা সুদীপ মোদক ও তাঁর স্ত্রী। সেই সুযোগেই পুরো বাড়ি সাফ করে দিয়ে পালায় চোরের দল। চুরি গিয়েছে আনুমানিক ৩০ ভরি সোনার গয়না। তা ছাড়া নগদ ৫০ হাজার টাকা। ঘটনার তদন্তে চন্দননগর কমিশনারেটের পুলিশরা।
স্থানীয় সূত্রে খবর, চন্দননগর নাড়ুয়ায় বছর দুয়েক আগে দোতলা বাড়ি করেছেন মিষ্টান্ন ব্যবসায়ী সুদীপ মোদক। পোলবার মহানাদ চৌমাথায় তাঁর মিষ্টির দোকান। সুদীপ বাবুর ছেলে দেবমাল্য পাইলটের ট্রেনিং নিতে দিল্লিতে থাকেন। সেখানেই পাঁচ দিন আগে সস্ত্রীক গিয়েছিলেন সুদীপ। তাঁর নাড়ুয়ার বাড়ি দেখাশোনা করছিলেন শ্বশুরবাড়ির লোকজনরা। মঙ্গলবার রাতে কেউ ছিলেন না গোটা বাড়িতে। সেই সুযোগেই এই কাণ্ড বলে অনুমান স্থানীয়দের।
advertisement
advertisement
চুঁচুড়া শুঁড়িপাড়ায় শ্বশুরবাড়ি সুদীপের। এই বিষয়ে তাঁর শাশুড়ি রীতা দাস জানান, জামাই বৃহস্পতিবার বাড়ি ফিরবে, তাই বুধবার সকালে মেয়ের বাড়িতে তিনি আসেন। বাড়ির সামনে এসে তিনি দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা। তড়িঘড়ি ঘরের ভিতরে ঢুকে চক্ষু চড়ক গাছ হয়ে যায়।
advertisement
তিনি দেখেন আলমারি দরজা খোলা, লকার ভাঙা। তখন তিনি বুঝতে পারেন সবকিছু চুরি হয়ে গিয়েছে। চন্দননগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ছেলের জন্য দিল্লিযাত্রা দম্পতির, বাড়ির দায়িত্বে শ্বশুরবাড়ি, ফিরে যা দেখলেন...!
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement