হোম /খবর /হুগলি /
ছেলের জন্য দিল্লিযাত্রা দম্পতির, বাড়ির দায়িত্বে শ্বশুরবাড়ি, ফিরে যা দেখলেন...!

Hooghly News: ছেলের জন্য দিল্লিযাত্রা দম্পতির, বাড়ির দায়িত্বে শ্বশুরবাড়ি, ফিরে যা দেখলেন...!

X
আলমারি [object Object]

সুদীপ বাবুর ছেলে দেবমাল্য পাইলটের ট্রেনিং নিতে দিল্লিতে থাকেন। সেখানেই পাঁচ দিন আগে সস্ত্রীক গিয়েছিলেন সুদীপ। তাঁর নাড়ুয়ার বাড়ি দেখাশোনা করছিলেন শ্বশুরবাড়ির লোকজনরা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

হুগলি: বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে সর্বস্ব লুটপাট। এইবারের চুরির কাণ্ড হুগলির পৌরনিগম শহর চন্দননগরে। দিল্লিতে ছেলেকে দেখতে গিয়েছিলেন নাড়ুয়ার বাসিন্দা সুদীপ মোদক ও তাঁর স্ত্রী। সেই সুযোগেই পুরো বাড়ি সাফ করে দিয়ে পালায় চোরের দল। চুরি গিয়েছে আনুমানিক ৩০ ভরি সোনার গয়না। তা ছাড়া নগদ ৫০ হাজার টাকা। ঘটনার তদন্তে চন্দননগর কমিশনারেটের পুলিশরা।

স্থানীয় সূত্রে খবর, চন্দননগর নাড়ুয়ায় বছর দুয়েক আগে দোতলা বাড়ি করেছেন মিষ্টান্ন ব্যবসায়ী সুদীপ মোদক। পোলবার মহানাদ চৌমাথায় তাঁর মিষ্টির দোকান। সুদীপ বাবুর ছেলে দেবমাল্য পাইলটের ট্রেনিং নিতে দিল্লিতে থাকেন। সেখানেই পাঁচ দিন আগে সস্ত্রীক গিয়েছিলেন সুদীপ। তাঁর নাড়ুয়ার বাড়ি দেখাশোনা করছিলেন শ্বশুরবাড়ির লোকজনরা। মঙ্গলবার রাতে কেউ ছিলেন না গোটা বাড়িতে। সেই সুযোগেই এই কাণ্ড বলে অনুমান স্থানীয়দের।

আরও পড়ুন: শরীরে শুধুই ডায়পার! ট্রেন লাইনে উদ্দাম নাচ, ভিডিও করে বিপদে পড়লেন স্যান্ডি সাহা

আরও পড়ুন: মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাত! দৌড়ে গাছ তলায় আশ্রয়! শেষ রক্ষা হল না! হাবরায় মৃত দুই

চুঁচুড়া শুঁড়িপাড়ায় শ্বশুরবাড়ি সুদীপের। এই বিষয়ে তাঁর শাশুড়ি রীতা দাস জানান, জামাই বৃহস্পতিবার বাড়ি ফিরবে, তাই বুধবার সকালে মেয়ের বাড়িতে তিনি আসেন। বাড়ির সামনে এসে তিনি দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা। তড়িঘড়ি ঘরের ভিতরে ঢুকে চক্ষু চড়ক গাছ হয়ে যায়।

তিনি দেখেন আলমারি দরজা খোলা, লকার ভাঙা। তখন তিনি বুঝতে পারেন সবকিছু চুরি হয়ে গিয়েছে। চন্দননগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

রাহী হালদার

Published by:Teesta Barman
First published:

Tags: Crime, Theft