Sandy Saha Detained: শরীরে শুধুই ডায়পার! ট্রেন লাইনে উদ্দাম নাচ, ভিডিও করে বিপদে পড়লেন স্যান্ডি সাহা
- Published by:Teesta Barman
Last Updated:
Sandy Saha Detained: হাবরা স্টেশনে বাচ্চাদের ডায়পার পরে অর্ধনগ্ন অবস্থায় ভিডিও করেন স্যান্ডি সাহা। সেখানে শুধু স্টেশনে নয়, রেললাইনের ট্র্যাকে নেমেও ভিডিও করেন তিনি। তাঁকে ওভাবে দেখে মুহূর্তেই জড়ো হয়ে যায় বহু মানুষ।
উত্তর ২৪ পরগনা: বাচ্চাদের ডায়পার পরে হাবরা স্টেশনের রেল লাইনের ট্র্যাকে ভিডিও বানিয়ে বিড়ম্বনায় পড়লেন বিখ্যাত ইউটিউবার স্যান্ডি সাহা। সোশ্যাল মিডিয়ায় লাখো লাখো ভক্ত তাঁর। সেই স্যান্ডির ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। গত ২৭ মার্চ ভিডিওটি পোস্ট করেছিলেন তিনি। সেই ইউটিউবার স্যান্ডি সাহাকেই আটক করা হয়। শুধু তা-ই নয়, জরিমানাও করা হয়েছে বলে জানান স্যান্ডি।
ভক্তদের মনোরঞ্জন করতে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কনটেন্টের উপর ভিডিও করে থাকেন বাঙালি এই ইউটিউবার। জানা যায়, গত মাসে নিজের সোশ্যাল মিডিয়ার পেজে একটি ভিডিও আপলোড করেন স্যান্ডি। সেখানে দেখা যায়, হাবরা স্টেশনে বাচ্চাদের ডায়পার পরে অর্ধনগ্ন অবস্থায় ভিডিও করেন স্যান্ডি সাহা। সেখানে শুধু স্টেশনে নয়, রেললাইনের ট্র্যাকে নেমেও ভিডিও করেন তিনি। তাঁকে ওভাবে দেখে মুহূর্তেই জড়ো হয়ে যায় বহু মানুষ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে ভাইরাল হয়ে গেলে রেলের তরফ থেকে বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়।
advertisement
আরও পড়ুন: অল্পের জন্য প্রাণে বাঁচলেন! মা উড়ালপুলে বিরাট দুর্ঘটনার কবলে অভিনেতা সপ্তর্ষি এবং সোহিনী
advertisement
নিউজ18 বাংলাকে স্যান্ডি জানান, মুম্বইতে গিয়েছিলেন দিন কয়েক আগে। সেখানেই রেল পুলিশ যোগাযোগ করে তাঁর সঙ্গে। তাঁকে দেখা করতেও বলা হয়। এরপরই বৃহস্পতিবার হাবরা স্টেশনে এসে রেল পুলিশের সঙ্গে দেখা করলে তাঁকে আটক করা হয় বলে রেল পুলিশ সূত্রে খবর। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে। ইউটিউবারের অনেক ভক্তরাই এগিয়ে আসেন স্টেশনে বিষয়টি জানারও চেষ্টা করেন।
advertisement
নিউজ18 বাংলাকে স্যান্ডি বলেন, ‘‘পুলিশ আমার সঙ্গে সহযোগিতা করেছেন। তাঁরা জানিয়েছেন, রেল লাইনের উপর নাচ করাটা উচিত হয়নি আমার। সেটার জন্যই মামলা দায়ের হয়েছে। তবে লোকজনকে তো আমি নিজে যেচে ডেকে আনিনি। নিজের মতো নাচ করছিলাম। লোকজন জড়ো হয়ে গিয়েছিল। তা ছাড়া আমি স্থানীয়দের জিজ্ঞাসাও করেছিলাম, ওই লাইনের উপর দিয়ে ট্রেন আসে কিনা। তাঁরা জানান যে বিপদ নেই, তাই আমি ভিডিও করতে গিয়েছিলাম। তবে হ্যাঁ আমার এই বিষয়টা জানা ছিল না যে রেললাইনের উপর নাচ করা দণ্ডনীয় অপরাধ।’’
advertisement
সামান্য জরিমানা দিয়ে মুক্তি মিলেছে ইউটিউবারের। বিষয়টি নিয়ে রেল পুলিশের তরফে থেকে জানানো হয়, এই ধরনের ভিডিও করা আইনত দণ্ডনীয় অপরাধ, তাই তাঁকে ডাকা হয়েছিল। বিষয়টি স্বীকার করে নিয়েছেন ইউটিউবার স্যান্ডি সাহাও। প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়ায় এ ধরনের ভিডিও আরও অন্যান্যদের রেললাইনে ট্র্যাকে ভিডিও করতে উদ্বুদ্ধ করবে কি? সে ক্ষেত্রে বিপদের আশঙ্কা রয়েছে। দাবি উঠছে, বিষয়টি নিয়ে আগামী দিনে আরও সতর্কতার সঙ্গে ভিডিও করার পরামর্শ দেওয়া হোক পুলিশের তরফ থেকে। এদিন বনগাঁ রেল পুলিশের কোর্ট থেকে জামিন পান স্যান্ডি।
advertisement
Rudra Narayan Roy
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 7:15 PM IST