Arijit Singh Viral Video: মঞ্চে গান থামিয়ে চিৎকার, গালিগালাজ! অরিজিতের এই রূপে হতবাক ভক্তরা, ভাইরাল ভিডিও
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Arijit Singh Viral Video: রক্ত মাংসের মানুষ, রাগ-অভিমান করা তো স্বাভাবিক প্রবৃত্তি। তেমনই এক সময়ে অরিজিতের একটি অচেনা দিক দেখেছিলেন তাঁর ভক্তরা।
কলকাতা: সদা হাসি তাঁর মুখে। নরম স্বরে কথা। গান গাওয়ার সময়ে সকলের মন মাজিয়ে দেওয়া। অরিজিৎ সিংকে তো মানুষ এমন ভাবেই চিনেছেন। শুধু তা-ই নয়, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে তাঁর জন্মস্থানে মানব কল্যাণমূলক কাজ করে চলেছেন, তাতে আরওই তাঁর প্রতি শ্রদ্ধা বেড়ে যায় মানুষের। কিন্তু রক্ত মাংসের মানুষ, রাগ-অভিমান করা তো স্বাভাবিক প্রবৃত্তি। তেমনই এক সময়ে অরিজিতের একটি অচেনা দিক দেখেছিলেন তাঁর ভক্তরা।
advertisement
২০১৮ সালে অরিজিতের একটি লাইভ কনসার্টের ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। কী দেখা যায় সেখানে? ‘নাদান পরিন্দে’ গানটি গাইছেন অরিজিৎ। মাইকটি বারবার নড়ে যাওয়ায় গাইতে অসুবিধা হচ্ছিল তাঁর। আচমকা গান থামিয়ে চিৎকার করে বলে ওঠেন, ‘‘মাইকটা ঠিক করো কেউ!’’ সঙ্গে মুখ দিয়ে গালিগালাজও বেরিয়ে পড়ে।
advertisement
advertisement
চমকে উঠেছিলেন শ্রোতারা। অরিজিৎকে যে রূপে সর্বদা দেখা যায়, এ তো তার থেকে সম্পূর্ণ উল্টো চেহারা! কিন্তু এ কথা স্পষ্ট যে, তাঁর গান বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল প্রযুক্তিগত কারণে। মন খুলে গাইতে পারছিলেন না। এই মাইক চালানোর পর তিনি আবার মন দিয়ে গান গাইতে শুরু করেন বাঙালি গায়ক।
advertisement
কিন্তু নেটিজেনদের তরফে প্রবল কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে ব্যঙ্গ, নিন্দা, উপহাস করা হয় অরিজিৎ। কিন্তু এখন সেই অরিজিতের জন্য আজ কত মানুষ কত ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন, তার ইয়ত্তা নেই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 12:07 PM IST