কেমন সময় কাটছে মায়ের দেশে? প্রিয়াঙ্কা চোপড়ার সাক্ষাৎকারে জানা গেল মজাদার তথ্য। বলি-হলি অভিনেত্রীর কথায়, ‘‘একটি গোটা দিনকে ছোট মনে হয়। যেই ছুটি পাই, অমনি বাড়ি চলে যাই। সপ্তাহান্তে কাজ করি না। কোনটাকে প্রাধান্য দেব, কোনটাকে দেব না, এখন সবই পাল্টে গিয়েছে।’’