Priyanka Chopra's daughter: সত্যিই দেশি গার্লের কন্যা! মালতী কীভাবে পনির খায় জানেন? জানালেন খোদ প্রিয়াঙ্কা

Last Updated:
Priyanka Chopra's daughter: মালতীর জন্মের সময়টা সহজ ছিল না নিক-প্রিয়াঙ্কার জন্য। প্রি-ম্যাচিওর বেবি মালতীকে জন্মের পরে ১০০ দিন আইসিইউ-তে রাখতে হয়েছিল। এখন সে সুস্থ। মা-বাবার সঙ্গে নানা দেশে সফরে বেরোয়।
1/7
‘দেশি গার্ল’-এর কন্যা বলে কথা! তা সে যতই বিদেশের মাটিতে বড় হোক না কেন, এক ভারতীয়ের শিকড় ভুলবে কীভাবে? আর তারই প্রমাণ মিলল সম্প্রতি। মায়ের সঙ্গে প্রথমবার দেশে পা রেখেছে মালতী মেরি চোপড়া জোনাস।
‘দেশি গার্ল’-এর কন্যা বলে কথা! তা সে যতই বিদেশের মাটিতে বড় হোক না কেন, এক ভারতীয়ের শিকড় ভুলবে কীভাবে? আর তারই প্রমাণ মিলল সম্প্রতি। মায়ের সঙ্গে প্রথমবার দেশে পা রেখেছে মালতী মেরি চোপড়া জোনাস।
advertisement
2/7
কেমন সময় কাটছে মায়ের দেশে? প্রিয়াঙ্কা চোপড়ার সাক্ষাৎকারে জানা গেল মজাদার তথ্য। বলি-হলি অভিনেত্রীর কথায়, ‘‘একটি গোটা দিনকে ছোট মনে হয়। যেই ছুটি পাই, অমনি বাড়ি চলে যাই। সপ্তাহান্তে কাজ করি না। কোনটাকে প্রাধান্য দেব, কোনটাকে দেব না, এখন সবই পাল্টে গিয়েছে।’’
কেমন সময় কাটছে মায়ের দেশে? প্রিয়াঙ্কা চোপড়ার সাক্ষাৎকারে জানা গেল মজাদার তথ্য। বলি-হলি অভিনেত্রীর কথায়, ‘‘একটি গোটা দিনকে ছোট মনে হয়। যেই ছুটি পাই, অমনি বাড়ি চলে যাই। সপ্তাহান্তে কাজ করি না। কোনটাকে প্রাধান্য দেব, কোনটাকে দেব না, এখন সবই পাল্টে গিয়েছে।’’
advertisement
3/7
‘‘মালতী এখন নির্দিষ্ট বয়সে পৌঁছে গিয়েছে। স্বাস্থ্যও ঠিক হয়েছে। ওকে নিয়ে ঘোরাঘুরি করা যায়। ওকে আমি আর নিক (জোনাস) ভারতে নিয়ে এসেছি এই প্রথ্ম। আমার মায়ের বাড়িতে বসে দু’হাত দিয়ে পনির খাচ্ছে সে।’’
‘‘মালতী এখন নির্দিষ্ট বয়সে পৌঁছে গিয়েছে। স্বাস্থ্যও ঠিক হয়েছে। ওকে নিয়ে ঘোরাঘুরি করা যায়। ওকে আমি আর নিক (জোনাস) ভারতে নিয়ে এসেছি এই প্রথ্ম। আমার মায়ের বাড়িতে বসে দু’হাত দিয়ে পনির খাচ্ছে সে।’’
advertisement
4/7
এর আগে জানা গিয়েছিল, ছোট্ট মালতী মেরি খুব ভালবাসে মটর পনির এবং বিরিয়ানি৷ এইটুকু বয়স থেকেই মশলাদার ভারতীয় খাবারের ভক্ত হয়ে উঠেছে প্রিয়াঙ্কা-কন্যা৷
এর আগে জানা গিয়েছিল, ছোট্ট মালতী মেরি খুব ভালবাসে মটর পনির এবং বিরিয়ানি৷ এইটুকু বয়স থেকেই মশলাদার ভারতীয় খাবারের ভক্ত হয়ে উঠেছে প্রিয়াঙ্কা-কন্যা৷
advertisement
5/7
মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে মেয়েকে নিয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানকার একাধিক ছবি ভাইরাল হয়েছিল। পুজো সেরে মেয়ের কপালে টিকাও পরিয়েছিলেন অভিনেত্রী।
মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে মেয়েকে নিয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানকার একাধিক ছবি ভাইরাল হয়েছিল। পুজো সেরে মেয়ের কপালে টিকাও পরিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
6/7
তবে মালতীর জন্মের সময়টা সহজ ছিল না নিক-প্রিয়াঙ্কার জন্য। প্রি-ম্যাচিওর বেবি মালতীকে জন্মের পরে ১০০ দিন আইসিইউ-তে রাখতে হয়েছিল। এখন সে সুস্থ। মা-বাবার সঙ্গে নানা দেশে সফরে বেরোয়।
তবে মালতীর জন্মের সময়টা সহজ ছিল না নিক-প্রিয়াঙ্কার জন্য। প্রি-ম্যাচিওর বেবি মালতীকে জন্মের পরে ১০০ দিন আইসিইউ-তে রাখতে হয়েছিল। এখন সে সুস্থ। মা-বাবার সঙ্গে নানা দেশে সফরে বেরোয়।
advertisement
7/7
হলিউডে একাধিক ছবির কাজ চলছে প্রিয়াঙ্কার। ‘এন্ডিং থিংস’ ছবির শ্যুটিং শুরু করেছেন। অন্যদিকে ‘সিটাডেল’ সিরিজের মুক্তি দিয়েই প্রথমবার ওটিটি-তে পা রাখবেন নায়িকা। বলিউডে এই মুহূর্তে ‘জি লে জারা’-র কাজ শুরু হয়েছে। ফারহান আখতার পরিচালিত ছবিতে অভিনয় করবেন আলিয়া ভাট ও ক্যাটরিনা কইফও।
হলিউডে একাধিক ছবির কাজ চলছে প্রিয়াঙ্কার। ‘এন্ডিং থিংস’ ছবির শ্যুটিং শুরু করেছেন। অন্যদিকে ‘সিটাডেল’ সিরিজের মুক্তি দিয়েই প্রথমবার ওটিটি-তে পা রাখবেন নায়িকা। বলিউডে এই মুহূর্তে ‘জি লে জারা’-র কাজ শুরু হয়েছে। ফারহান আখতার পরিচালিত ছবিতে অভিনয় করবেন আলিয়া ভাট ও ক্যাটরিনা কইফও।
advertisement
advertisement
advertisement