টলি তারকা দম্পতির ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তীর প্রায় ১৩ বছরের পথচলা।

এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। সুখবর এল পয়লা বৈশাখে।

‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তীর ঘরে আরও এক নতুন সদস্যের আগমনের সুখবর।

এর আগে ছোট ছেলে অর্জুন চক্রবর্তী এবং তাঁর স্ত্রী সৃজা সেনের মেয়ে হয়েছে।

এবার দ্বিতীয় বার দাদু হতে চললেন সব্যসাচী।

পয়লা বৈশাখের দুপুরে ঋদ্ধিমা আর গৌরব ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। 

দু’টি ছবিতে অভিনেত্রীর বেবি বাম্প সুস্পষ্ট। স্ত্রীকে জড়িয়ে দাঁড়িয়ে গৌরব।

ছবির সঙ্গে ক্যাপশনে হবু মা লিখলেন, ‘মহা অভিযান শুরু হতে চলেছে।’

‘পয়লা বৈশাখে জানাতে চাই, আমাদের কোলে সন্তান আসতে চলেছে।’

৭ বছরের প্রেম, ৬ বছরের সংসার জীবনের পর মা-বাবা হতে চলেছেন তাঁরা।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন