Saptarshi Maulik-Sohini Sengupta: অল্পের জন্য প্রাণে বাঁচলেন! মা উড়ালপুলে বিরাট দুর্ঘটনার কবলে অভিনেতা সপ্তর্ষি এবং সোহিনী
- Published by:Sanchari Kar
Last Updated:
Saptarshi Maulik-Sohini Sengupta: মা উড়ালপুলে দুর্ঘটনার মুখে পড়েন তাঁরা। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা নিজেই নেটমাধ্যমে জানান সপ্তর্ষি।
কলকাতা: বুুধবার সন্ধেয় দুর্ঘটনার কবলে অভিনেতা সপ্তর্ষি মৌলিক এবং সোহিনী সেনগুপ্ত। মা উড়ালপুলে দুর্ঘটনার মুখে পড়েন তাঁরা। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা নিজেই নেটমাধ্যমে জানান সপ্তর্ষি। বলেন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তাঁরা।
ইনস্টাগ্রামে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন অভিনেতা। তিনি জানান, অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছে তাঁদের। সপ্তর্ষির বিবরণ অনুযায়ী, একটি গাড়ি ভুল দিক থেকে এসে প্রচণ্ড গতিতে তাঁদের গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। তখনই অভিনেতাদের গাড়িটিকে সেই গাড়িটি ধাক্কা মারে।
সপ্তর্ষি জানান, এই দুর্ঘটনার জেরে তাঁদের গাড়িটি ব্রিজ থেকে পড়ে যেতে পারত। এমনকী এক বাইক আরোহীর মৃত্যু পর্যন্ত হতে পারত। শুধু মাত্র চালকের দক্ষতার জেরে প্রাণে বেঁচেছেন তাঁরা। অভিনেতার ধারণা, যে গাড়িটি তাঁদের গাড়িকে ধাক্কা দেয়, সেটির চালক ছিলেন মত্ত অবস্থায়। তাঁর পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে পুরো বিষয়টি জানিয়েছেন অভিনেতা।
advertisement
advertisement
আরও পড়ুন: সলমন খানের প্রথম প্রেমিকা কে? কিয়ারার এই কাকিমার জন্য দীর্ঘক্ষণ কলেজের বাইরে অপেক্ষা করতেন ভাইজান
আরও পড়ুন: সলমন খানের প্রথম প্রেমিকা কে? কিয়ারার এই কাকিমার জন্য দীর্ঘক্ষণ কলেজের বাইরে অপেক্ষা করতেন ভাইজান
দুর্ঘটনার মুখে পড়লেও আপাতত ঠিক আছেন সোহিনী এবং সপ্তর্ষি। তবে এই দুর্ঘটনার কথা জেনে উদ্বিগ্ন তাঁদের অনুরাগীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 10:48 PM IST