Hooghly News: ছবি এঁকেই ভারত সেরা, সোনার সরস্বতী মিলল আরামবাগের সপ্তদীপের
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
অল বেঙ্গল আর্ট সোসাইটির আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়ে সোনার সরস্বতী লাভ করে আরামবাগ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকার সপ্তদ্বীপ।
আরামবাগ: অঙ্কন প্রতিযোগিতায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করল হুগলির আরামবাগের সপ্তদ্বীপ দত্ত। অল বেঙ্গল আর্ট সোসাইটির আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়ে সোনার সরস্বতী লাভ করে সপ্তদ্বীপ।জানা যায় ২০২৩ সালের অক্টোবরে অল বেঙ্গল আর্ট সোসাইটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে চন্দকোনার পর্যটন কেন্দ্রে পরিমল কাননে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এমনকি অঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশ সহ অন্যান্য দেশের ছাত্র ছাত্রীরাও অংশগ্রহণ করেন। আর এই প্রতিযোগিতায় সকলকে ফেলে সাফল্য অর্জন করল সপ্তদ্বীপ।
আরামবাগ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকার তার বাড়ি। বর্তমানে সপ্তদ্বীপ আরামবাগ হাই স্কুলের দশম শ্রেণীতে পড়াশোনা করে। পড়াশুনার পাশাপাশি ছোটবেলা থেকেই অঙ্কন তার কাছে বড় নেশা। তার রেজাল্টে খুশি মহকুমার মানুষজন।সপ্তদ্বীপ জানায়, ভারতের মধ্যে প্রথম হব তা আমি ভাবিনি। আগামী দিনে আরওবড় সাফল্য আনার লড়াই চালিয়ে যাব। বহু ছাত্র-ছাত্রী অংশগ্রহণের মধ্যে আমার এই সাফল্য এনে দেওয়ায় খুশি।
advertisement
advertisement
সপ্তদ্বীপের মা সঞ্চিতা দত্ত বক্তব্য, ছোট থেকে প্রতিযোগিতা কোচিং নিয়েছিল। পড়াশোনার পাশাপাশি সব সময় বাড়িতে বিভিন্ন ধরনের ছবি আকার প্রবণ আগ্রহ ছিল। সত্যিই আমরা আশা করিনি যে প্রথম হবে ভারতবর্ষের মধ্যে। সপ্তদ্বীপের রেজাল্টে বেজায় খুশি পরিবারের লোকজন।অন্যদিকে আরামবাগ স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় জানান, সপ্তদ্বীপের সাফল্যে খুশি স্কুল কর্তৃপক্ষ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সত্যি ভারতবর্ষের মধ্যে প্রথম হবে তা ভেবে কুল পাচ্ছিনা। আমরা সপ্তদ্বীপকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেব।
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2024 5:51 PM IST