Hooghly News: ক্যারাটে-তাইকোয়ান্ড নয় আত্মরক্ষার্থে দিন দিন জনপ্রিয় হচ্ছে মার্শাল আর্ট "হ্যাপকিডো"

Last Updated:

আত্মরক্ষার্থে দিন দিন মার্শাল আর্টের একটি বিভাগ হ্যাপকিডো জনপ্রিয় হয়ে উঠছে। ভারতেও এই মার্শাল আর্টকে বিভিন্ন স্তরে পৌঁছে দিতে সর্বত ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাপকিডো এ্যাসোশিয়সন অফ ইন্ডিয়া।

+
প্রশিক্ষণ

প্রশিক্ষণ শিবিরের ছবি

হুগলি: শরীর ফিট রাখতে ও আত্মরক্ষার্থে দিন দিন মার্শাল আর্ট এর একটি বিভাগ হ্যাপকিডো জনপ্রিয় হয়ে উঠছে। ভারতেও এই মার্শাল আর্টকে বিভিন্ন স্তরে পৌঁছে দিতে সর্বত ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাপকিডো এ্যাসোশিয়সন অফ ইন্ডিয়া। বুধবার একদিনের সেমিনার হয়ে গেল চুঁচুড়ায়। ভারত সহ আষ্ট্রিয়া দক্ষিণ কোরিয়া উজবিকস্তান কিরিকিস্থান ইরান নেপালের গ্রান্ড মাষ্টারা এদিন উপস্থিত থেকে সেমিনারে আসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।
বেঙ্গল হ্যাপকিডো এ্যাসোসিয়েশন আয়োজনে ও ভারতীয় হ্যপকিডো এ্যাসোসিয়েশন ইন্টারনেশানাল হ্যাপকিডো ডান ফেডারেশন সাউথ এশিয়ান হ্যাপকিডো ফেডারেশন গ্লোবাল হ্যপকিডো এ্যাশোসিয়শনের সহযোগিতায় ইন্টারন্যাশানাল স্প্যশাল মাস্টার সেমিনার ২০২৪ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানিক সূচনা করেন ইন্ডিয়ান অলিম্পিক এ্যাসোসিয়েসনের কোষাধ্যক্ষ আনন্দে শ্বর পান্ডে ।আয়জকদের পক্ষ থেকে উপস্থিতথ দেশ বিদেশের অতিথিদের বরণ করে নেওয়া হয়। তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ডিষ্ট্রিক্ট স্পোর্টস এ্যাসোশিয়েশসনের চুঁচুড়ার ইনডোর স্টেডিয়ামে দুদিনের প্রশিক্ষণ শিবিরে প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেয় ।
advertisement
advertisement
আরও পড়ুন:  ডায়াবেটিস ডেকে আনতে পারে মৃত্যু ! কোন বয়স থেকে সতর্ক হবেন?
এই কথা উল্লেখ করে আয়জক সংস্থার সম্পাদক রূপকমল নন্দী বলেন, আগামীতে এই হ্যাপকিডোতে আন্তর্জাতিক স্তরে আমাদের রাজ্য থেকে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিভিন্ন দেশ থেকে আসা গ্র্যান্ডমাস্টাররা তারা তাদের মতন করে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ দেবেন। এই প্রশিক্ষণ শিবির থেকে ছেলেমেয়েরা আরো বেশি করে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে দেশের হয়ে পদক জয় করবে এমনটাই আশাবাদী তিনি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই সেমিনার আগামীর পথ চলা অনেক মসৃণ করবে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ক্যারাটে-তাইকোয়ান্ড নয় আত্মরক্ষার্থে দিন দিন জনপ্রিয় হচ্ছে মার্শাল আর্ট "হ্যাপকিডো"
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement