বলিউডে পা রাখতেই গণ্ডগোল! আর্থিক তছরুপে কি সত্যিই শামিল বিজয়? যা বললেন অভিনেতা
- Published by:Sanchari Kar
Last Updated:
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল 'লাইগার'। গত মাসে জানা গিয়েছিল, টাকা ফেরতের দাবিতে বিক্ষোভমুখী হয়ে উঠেছিলেন ছবির ডিস্ট্রিবিউটাররা।
#মুম্বই: হায়দরাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে ডাকা হয় বিজয় দেবেরাকোন্ডাকে। বৈদেশিক মুদ্রার নিয়ম লঙ্ঘনের অভিযোগের মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দক্ষিণী সুপারস্টারকে। পুরী জগন্নাথ পরিচালিত 'লাইগার' ছবি নিয়েই এই অভিযোগ উঠেছে।
প্রথমে এই নিয়ে কোনও কথা না বললেও অবশেষে নিজের বক্তব্য জানালেন বিজয়। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, "জনপ্রিয়তার সঙ্গেই অনেক সমস্যাও আসবে। এই নিয়ে কিছু বলার নেই। পুরো বিষয়টি আমার কাছে একটি অভিজ্ঞতা। আমাকে ডেকে পাঠানোর পর নিজের কর্তব্যটুকু করেছি। ওদের প্রশ্নের উত্তর দিয়েছি।"
ছবিতে অবৈধ বিনিয়োগের সন্দেহ করছে ইডি। এবং 'লাইগার' প্রযোজনায় কত টাকা ঢালা হয়েছিল, কোথা থেকে টাকা এসেছিল, সেই সব বিষয়ে তদন্ত শুরু করেছে ইডি।
advertisement
advertisement
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল 'লাইগার'। গত মাসে জানা গিয়েছিল, টাকা ফেরতের দাবিতে বিক্ষোভমুখী হয়ে উঠেছিলেন ছবির ডিস্ট্রিবিউটাররা। পরিচালক রামগোপাল বর্মার ট্যুইট থেকে জানা যায়, বলিপাড়ার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ পাঠানো হয়েছিল, যেখানে পুরীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর হুমকি দেওয়া হয়। ছবি ফ্লপ করার পর ক্ষতিপূরণ হিসেবে টাকা ফেরত দেওয়ার দাবিতে ধর্না বসানোর ডাক দেওয়া হয়েছিল তখন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2022 5:25 PM IST