'আপনাকে দেখে লজ্জা করছে'! হৃতিকের কোন আচরণে বেজায় চটলেন অনুরাগীরা

Last Updated:

নৈশভোজ সেরে রেস্তোরাঁর বাইরে বেরতেই শুরু হট্টগোল। তারকাকে ঘিরে ধরেন অনুরাগীরা।

#মুম্বই: দীর্ঘ দিন শহরে ছিলেন না। অসম থেকে 'ফাইটার'-এর শ্যুট সেরে সদ্য মুম্বই ফিরেছেন হৃতিক রোশন। আর ফিরেই প্রেমিকার সঙ্গে অবসর যাপন। সাবা আজাদকে নিয়ে বিলাসবহুল রেস্তোরাঁয় দেখা গেল তাঁকে।
নৈশভোজ সেরে রেস্তোরাঁর বাইরে বেরতেই শুরু হট্টগোল। তারকাকে ঘিরে ধরেন অনুরাগীরা। জনৈক ব্যক্তি হৃতিকের সঙ্গে ছবি তোলার জন্য এগিয়ে আসেন। আর তখনই তাঁকে সরিয়ে সাবাকে নিয়ে গাড়িতে উঠে যান অভিনেতা।
advertisement
advertisement
এই পুরো ঘটনাটির ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। অনুরাগীর প্রতি হৃতিকের এই আচরণ অনেকেই মেনে নিতে পারেননি। একজন লিখেছেন, 'উনি তো খুব ভদ্র ভাবে একটি সেলফি তোলার অনুরোধ করছিলেন। এ রকম আচরণ করার কী প্রয়োজন!' অন্য জনের বক্তব্য, 'আপনাকে দেখে লজ্জা করছে! আপনি তো শুধু না বলে দিলেই পারতেন। মানুষকে এ ভাবে ধাক্কা দেবেন না।"
advertisement
সাবার সঙ্গে হৃতিকের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা কিছু কম নয়। প্রথমে তাঁরা সেই গুঞ্জনে শিলমোহর বসাননি ঠিকই। কিন্তু এখন আর কোনও রাখঢাক নেই। একে অপরের প্রেমে বুঁদ তাঁরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
'আপনাকে দেখে লজ্জা করছে'! হৃতিকের কোন আচরণে বেজায় চটলেন অনুরাগীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement