লাইগার-এর পরিচালকের বাড়ির বাইরে ধর্নার হুমকি! টাকা ফেরতের দাবিতে মুখ খললেন পুরী
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
২৫ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের আশা পূরণ করতে পারেনি। দক্ষিণ ভারতীয় পুরস্কার বিতরণীর এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে 'লাইগার'-এর ব্যর্থতার কথা মনে করে কেঁদে ফেলেছিলেন বিজয়।
#মুম্বই: একটা ছবি বানিয়ে এত বিপদ ডেকে আনছেন, তা কল্পনাতীত ছিল পুরী জগন্নাথের। কেবল 'ফ্লপ' তকমা নয়, তাঁর থেকেও বেশি বিপজ্জনক পরিস্থিতির শিকার হলেন 'লাইগার' ছবির পরিচালক। অনেক আশা নিয়ে বিজয় দেবেরাকোন্ডা, অনন্যা পান্ডে এবং আমেরিকার প্রাক্তন বক্সার মাইক টাইসনের সঙ্গে কাজ করেছিলেন। কিন্তু সে ছবি দেখতে প্রেক্ষাগৃহ ভরালেন না দর্শক। এবার টাকা ফেরতের দাবিতে বিক্ষোভমুখী হয়ে উঠেছেন ছবির ডিস্ট্রিবিউটাররা। এমনই দাবি পরিচালক রামগোপাল বর্মার একটি ট্যুইটে।
জানা যায়, বলিপাড়ার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ পাঠানো হচ্ছে, যেখানে পুরীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর হুমকি দেওয়া হয়েছে। ছবি ফ্লপ করার পর ক্ষতিপূরণ হিসেবে টাকা ফেরত দেওয়ার দাবিতে ধর্না বসানোর ডাক। সময় এবং তারিখও দেওয়া আছে তাতে। আগামী ২৭ অক্টোবর, সকাল ৯টা। বলা হয়েছে, বেশি করে জামাকাপড় নিয়ে আসতে কারণ এই প্রতিবাদ নাকি কমপক্ষে চারদিনও চলতে পারে।
advertisement
advertisement
সেই মেসেজের ছবি পোস্ট করে রামগোপাল লিখেছেন, 'ডিস্ট্রিবিউটারদের গ্রুপে 'লাইগার' নিয়ে হুমকি দেওয়া মেসেজ পাঠানো হচ্ছে।'
এর পরে আবারও একটি ট্যুইট করেন বর্মা। যেটি পুরীর জবাব বলে দাবি করা হয়েছে। যেখানে পুরী সমস্ত ডিস্ট্রিবিউটারকে বাক্যবাণে বিদ্ধ করেন। পুরীর সেই বার্তার সারমর্ম হল, টাকা ফেরত দেওয়ার কথা নয়, তাও তিনি দিয়েছেন অনেককে। তার কারণ যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সম্মান জানানো উচিত ছিল বলে মনে করেছিলেন তিনি। কিন্তু যাঁরা তাঁর বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা করছেন, তাঁদের একটি টাকাও দিতে রাজি নন বলে জানালেন।
advertisement
'অর্জুন রেড্ডি' খ্যাত বিজয় দেবারকোন্ডার জন্যই ৭০ কোটি টাকা ব্যবসা করেছে 'লাইগার'। কারণ তাঁর ভক্তের সংখ্যা গোটা ভারতব্যাপী। আর বিজয়ের ভক্তের দৌলতেই যেটুকু ব্যবসা। এ ছাড়া বেশ ক্ষতির মুখেই পড়েছেন ছবির নির্মাতারা।
advertisement
২৫ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের আশা পূরণ করতে পারেনি। দক্ষিণ ভারতীয় পুরস্কার বিতরণীর এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে 'লাইগার'-এর ব্যর্থতার কথা মনে করে কেঁদে ফেলেছিলেন বিজয়। সেই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2022 12:11 PM IST