এখানে আসতে চাইনি, তাও...! 'লাইগার'-এর ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে চোখে জল বিজয়ের

Last Updated:

২৫ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের আশা পূরণ করতে পারেনি। প্রথম দিন মিশ্র প্রতিক্রিয়া পায় বিজয়-অনন্যা পাণ্ডে অভিনীত 'লাইগার'।

#মুম্বই: 'অর্জুন রেড্ডি' খ্যাত বিজয় দেবারকোন্ডার জন্যই ৭০ কোটি টাকা ব্যবসা করেছে 'লাইগার'। কারণ তাঁর ভক্তের সংখ্যা গোটা ভারতব্যাপী। আর বিজয়ের ভক্তের দৌলতেই যেটুকু ব্যবসা। এ ছাড়া বেশ ক্ষতির মুখেই পড়েছেন ছবির নির্মাতারা। নেতিবাচক প্রতিক্রিয়ায় ভরে উঠেছে চারদিকে। আর এই ভাবে বলিউডে পা রাখার প্রথম সিঁড়িতেই মুখ থুবড়ে পড়ে মানসিক ভাবে যে বিধ্বস্ত নায়ক, তার প্রমাণ মিলল সম্প্রতি।
দক্ষিণ ভারতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে কান্নায় গলা ধরে এল বিজয়ের। সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (সিমা)-এর অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করার পর মাইকে ভাষণ দেওয়ার সময়ে তিনি ধরা গলায় বলেন, ''আমাদের সকলের জীবনেই ভাল দিন আসে, খারাপ দিনও আসে। কিন্তু সেখান থেকে উঠে দাঁড়াতে হয়। যা-ই অনুভব করি না কেন। আমি আসলে এখানে আসতে চাইনি। এই পুরস্কারও গ্রহণ করতে চাইনি। কিন্তু আপনাদের সকলের জন্য শেষমেশ এসে পৌঁছেছি। কথা আছি। আর একইসঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি, ভাল সিনেমা উপহার দেব সবাইকে। ধন্যবাদ আপনাদের। আর জয়ীদের আমার শুভেচ্ছা।''
advertisement
advertisement
এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজয়কে কাঁদতে দেখে ভক্তদের চোখেও জল। তাঁরা নায়কের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
advertisement
২৫ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের আশা পূরণ করতে পারেনি। প্রথম দিন মিশ্র প্রতিক্রিয়া পায় বিজয়-অনন্যা পাণ্ডে অভিনীত 'লাইগার'। কিন্তু, দ্বিতীয় দিন থেকে পুরী জগন্নাথ পরিচালিত ছবির দর্শক কমতে থাকে। তাঁদের মতামত, চিত্রনাট্য জোড়াল নয়।
advertisement
১০০ কোটির বাজেটে তৈরি হয়েছে এই ছবি। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, নিজের পারিশ্রমিক থেকে ছ'কোটি টাকাও ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন বিজয়। 'লাইগার'-এর পরে, বিজয় 'জন গণ মন'-এর জন্য পরিচালক পুরী জগন্নাথের সঙ্গেই আবার জুটি বাঁধছেন। তা ছাড়া সামান্থা রুথ প্রভুর সঙ্গে 'কুশি' ছবিতেও অভিনয় করেছেন বিজয়। যা মুক্তি পাবে খুব তাড়াতাড়ি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এখানে আসতে চাইনি, তাও...! 'লাইগার'-এর ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে চোখে জল বিজয়ের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement