'পুষ্পা' নায়িকার সঙ্গে সমুদ্রসৈকতে বিজয় দেবেরাকোন্ডা, মন ভাঙলেন জাহ্নবী-সারার!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
সম্প্রতি 'লাইগার' ছবিতে অনন্যা পাণ্ডের সঙ্গে অভিনয় করার পর বিজয় বলিউডেরও 'হার্ট থ্রব'। অন্য দিকে রশ্মিকা হিন্দি ছবি 'গুডবাই'-এর আগে থেকেই 'ন্যাশনাল ক্রাশ' হিসেবে পরিচিত।
#মুম্বই: একই দিনে বিমানবন্দরে দুই তারকা। মাঝে কেবল কয়েক মুহূর্তের তফাত। যে দু'জনের 'বন্ধুত্ব' নিয়ে বহু দিনের চর্চা চলছে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে। এবং এখন বলিউডেও। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা।
সম্প্রতি 'লাইগার' ছবিতে অনন্যা পাণ্ডের সঙ্গে অভিনয় করার পর বিজয় বলিউডেরও 'হার্ট থ্রব'। অন্য দিকে রশ্মিকা হিন্দি ছবি 'গুডবাই'-এর আগে থেকেই 'ন্যাশনাল ক্রাশ' হিসেবে পরিচিত। এই দুই তারকার রসায়ন নিয়ে অনেক আগে থেকেই নানা ধরনের কানাঘুষো চলছিল।
তারই মাঝে দেখা গেল, একই দিনে দু'জনে বিমানবন্দরে প্রবেশ করলেন। কিন্তু একসঙ্গে নয়। তখন থেকেই ভক্তদের সন্দেহ তাঁরা একসঙ্গে বেড়াতে গিয়েছেন মালদ্বীপে।
advertisement
advertisement
এর পর বিজয়-রশ্মিকা আলাদা আলাদা ভাবে ছবি পোস্ট করেন। কিন্তু একে অপরের সঙ্গে নয়।
Rashmika is wearing Vijay’s shades which He wore at the airport yesterday 🙈. That means ViRosh are in Maldives 🥳❤️🥺#Virosh #VijayDeverakonda #RashmikaMandanna pic.twitter.com/te9w67M0hH
— Tisha Creations (@tsxcreations_) October 8, 2022
advertisement
তবে সম্প্রতি রশ্মিকার একটি ছবি দেখে ভক্তরা নিশ্চিত, বিজয়-রশ্মিকা একইসঙ্গে মালদ্বীপে গিয়েছেন। এক জন ভক্ত খেয়াল করেন, বিমানবন্দরে বিজয় যে রোদচশমাটি পরেছিলেন, রশ্মিকা সমুদ্রের ধারে সেই চশমাটি পরে বসেই ছবি তোলেন।
এ দিকে 'কফি উইথ করণ'-এ জাহ্নবী কাপুর এবং সারা আলি খান জানিয়েছিলেন, তাঁদের দু'জনেই বিজয়কে পছন্দ। তবে কি দুই তারকার মন ভাঙলেন বিজয়?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 5:37 PM IST