'পুষ্পা' নায়িকার সঙ্গে সমুদ্রসৈকতে বিজয় দেবেরাকোন্ডা, মন ভাঙলেন জাহ্নবী-সারার!

Last Updated:

সম্প্রতি 'লাইগার' ছবিতে অনন্যা পাণ্ডের সঙ্গে অভিনয় করার পর বিজয় বলিউডেরও 'হার্ট থ্রব'। অন্য দিকে রশ্মিকা হিন্দি ছবি 'গুডবাই'-এর আগে থেকেই 'ন্যাশনাল ক্রাশ' হিসেবে পরিচিত।

#মুম্বই: একই দিনে বিমানবন্দরে দুই তারকা। মাঝে কেবল কয়েক মুহূর্তের তফাত। যে দু'জনের 'বন্ধুত্ব' নিয়ে বহু দিনের চর্চা চলছে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে। এবং এখন বলিউডেও। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা।
সম্প্রতি 'লাইগার' ছবিতে অনন্যা পাণ্ডের সঙ্গে অভিনয় করার পর বিজয় বলিউডেরও 'হার্ট থ্রব'। অন্য দিকে রশ্মিকা হিন্দি ছবি 'গুডবাই'-এর আগে থেকেই 'ন্যাশনাল ক্রাশ' হিসেবে পরিচিত। এই দুই তারকার রসায়ন নিয়ে অনেক আগে থেকেই নানা ধরনের কানাঘুষো চলছিল।
তারই মাঝে দেখা গেল, একই দিনে দু'জনে বিমানবন্দরে প্রবেশ করলেন। কিন্তু একসঙ্গে নয়। তখন থেকেই ভক্তদের সন্দেহ তাঁরা একসঙ্গে বেড়াতে গিয়েছেন মালদ্বীপে।
advertisement
advertisement
এর পর বিজয়-রশ্মিকা আলাদা আলাদা ভাবে ছবি পোস্ট করেন। কিন্তু একে অপরের সঙ্গে নয়।
advertisement
তবে সম্প্রতি রশ্মিকার একটি ছবি দেখে ভক্তরা নিশ্চিত, বিজয়-রশ্মিকা একইসঙ্গে মালদ্বীপে গিয়েছেন। এক জন ভক্ত খেয়াল করেন, বিমানবন্দরে বিজয় যে রোদচশমাটি পরেছিলেন, রশ্মিকা সমুদ্রের ধারে সেই চশমাটি পরে বসেই ছবি তোলেন।
এ দিকে 'কফি উইথ করণ'-এ জাহ্নবী কাপুর এবং সারা আলি খান জানিয়েছিলেন, তাঁদের দু'জনেই বিজয়কে পছন্দ। তবে কি দুই তারকার মন ভাঙলেন বিজয়?
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'পুষ্পা' নায়িকার সঙ্গে সমুদ্রসৈকতে বিজয় দেবেরাকোন্ডা, মন ভাঙলেন জাহ্নবী-সারার!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement