খারাপ রেটিং তবুও বিজয়ের ফ্যানরা ‘লাইগার’-এর ঝুলিতে এনে দিল ৭০ কোটি টাকা

Last Updated:

প্রত্যাশা মতো ফল করতে পারেনি বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ছবি ‘লাইগার’। খারাপ রেটিং তবুও বিজয়ের ফ্যানরা ‘লাইগার’-এর ঝুলিতে এনে দিল ৭০ কোটি টাকা।

খারাপ রেটিং তবুও বিজয়ের ফ্যানদের জন‍্য লাইগারের ঝুলিতে ৭০ কোটি
খারাপ রেটিং তবুও বিজয়ের ফ্যানদের জন‍্য লাইগারের ঝুলিতে ৭০ কোটি
#মুম্বই: প্রত্যাশা মতো ফল করতে পারেনি বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ছবি ‘লাইগার’।ছবিতে বিজয়ের বিপরীতে ছিলেন অনন্যা পান্ডে। তবুও ফিল্ম ইন্ডাস্ট্রিকে অবাক করে, বিজয় দেবরাকোন্ডা অভিনীত প্যান ইন্ডিয়া মুভি ‘লাইগার’ বিশ্বব্যাপী ৭০ কোটি টাকার ব‍্যবসা করেছে। এবং শেয়ার হিসাবে ৩১ কোটি টাকা সংগ্রহ করেছে। শুধু ভারতের হিন্দি ভাষী রাজ‍্যে পুরী জগন্নাথ পরিচালিত ‘লাইগার’ খারাপ রেটিং সত্বেও প্রায় ২০ কোটি বক্স অফিসে সংগ্রহ করেছে।
২৫ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের আশা পূরণ করতে পারেনি। প্রথম দিন মিশ্র প্রতিক্রিয়া পায় ‘লাইগার’। কিন্তু, দ্বিতীয় দিন থেকে দর্শক কমতে থাকে। ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রের মতে, যদিও ‘লাইগার’ খারাপ রেটিং পেয়েছে, বক্স অফিসে বিশাল সংগ্রহের মূল কারণ অর্জুন রেড্ডি খ্যাত বিজয় দেবারকোন্ডার ফ্যান ফলোয়িং। যার কারণে ভাল সংখ‍্যক দর্শক হলমুখী হয়েছে, যা সিনেমাটিকে বক্স অফিসে বিপুল টাকা সংগ্রহ করতে সাহায‍্য করেছে।
advertisement
advertisement
মুক্তির প্রথম দিনে, দর্শকরা মতামত দিয়েছিলেন যে লাইগারের চিত্রনাট্যের জোড়াল নয়। ইতিমধ্যে, নেটিজেনরা ব্যর্থতার জন্য সিনেমার পরিচালক পুরী জগন্নাথেরও সমালোচনা করছেন। আইএমডিবি (ইন্টারনেট মুভি ডেটাবেস) এর রেটিং-এ লাইগার ১.৭ পেয়েছে, যা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন আলোচ‍্য বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক কোনও সিনেমা দারুণ রেটিং না পেলেও এত খারাপ পায়নি। যেমন তামিল মুভি লিজেন্ড ৪.৭ পেয়েছে, আমির খানের লাল সিং চাড্ডা ৫ এবং তেলেগু মুভি সান অফ ইন্ডিয়া ও ৫ পেয়েছে।
advertisement
আরও পড়ুন : ওটিটিতে মুক্তি পাচ্ছে চাকদা এক্সপ্রেস, বৃষ্টিভেজা ছবির দৃশ্য শেয়ার করলেন অনুষ্কা
পুরী জগন্নাধ দ্বারা পরিচালিত, 'লাইগার' দিয়ে বিজয় বলিউডে পা রেখেছিলেন।১০০ কোটির বাজেটে তৈরি হয়েছে এই ছবি। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে,নিজের পারিশ্রমিক থেকে ছ' কোটি টাকাও ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন বিজয়। 'লাইগার'-এর পরে, বিজয় 'জন গণ মন'-এর জন্য পরিচালক পুরী জগন্নাধের সঙ্গে আবার জুটি বাঁধছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
খারাপ রেটিং তবুও বিজয়ের ফ্যানরা ‘লাইগার’-এর ঝুলিতে এনে দিল ৭০ কোটি টাকা
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement