ওটিটিতে মুক্তি পাচ্ছে চাকদা এক্সপ্রেস, বৃষ্টিভেজা ছবির দৃশ্য শেয়ার করলেন অনুষ্কা

Last Updated:

বাইরে অঝোরে পড়ছে বৃষ্টি, তার মাঝেই ফোন হাতে দাঁড়িয়ে আছেন অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে কমেন্টের বন্যা বয়ে যায় নেটিজেনদের৷

#মুম্বই: শীঘ্রই ওটিটিতে মুক্তি পাচ্ছে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’। বিখ্যাত মহিলা ক্রিকেটর ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে অনুষ্কা শর্মাকে। সম্প্রতি চাকদা এক্সপ্রেসের শুটিংয়ের জন্য লন্ডনে ব্যস্ত অভিনেত্রী। ছবি মুক্তির আগে ইনস্টাগ্রামে শেয়ার করলেন ছবিরই একটি দৃশ্য ৷
ছবিটি শেয়ার করে দর্শকদের লিখেছেন, ‘একটা গল্পের এক মুহূর্ত যা বলা প্রয়োজন’। কোন মুহূর্তের কথা বলছেন অভিনেত্রী? তা জানা যাবে চাকদা এক্সপ্রেস মুক্তির পর। একটি বৃষ্টির দিনের দৃশ্য তুলে ধরেছেন অনুষ্কা। ছবিতে সাদামাটা প্যান্ট, শার্টে দেখা যাচ্ছে অনুষ্কাকে। ছবিতে কারওর সঙ্গে ফোনে কথা বলছেন অভিনেত্রী। একটি ছাতাও হাতে ধরে আছেন। সাদামাটা চেহারায় দেখা যাচ্ছে অনুষ্কাকে।
advertisement
advertisement
advertisement
বাইরে অঝোরে পড়ছে বৃষ্টি, তার মাঝেই ফোন হাতে দাঁড়িয়ে আছেন অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে কমেন্টের বন্যা বয়ে যায় নেটিজেনদের৷ ট্রেলার প্রকাশের পরে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনার মুখে পরে ছবিটি। নেটফ্লিক্সের অফিসিয়াল ট্যুইটারে হ্যান্ডেল থেকে ট্রেলারটি প্রকাশ করার সময় ঝুলন গোস্বামীকে ট্যাগ না করায় ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা।
advertisement
বিষয়টি নিয়ে নেটফ্লিক্সের সমালোচনা করেন প্রাক্তন ক্রিকেটর আকাশ চোপড়া। অবশেষে মুক্তি পেতে চলেছে চাকদা এক্সপ্রেস। বহুদিন বাদে ফের বড় পর্দায় দেখা যাবে অনুষ্কা শর্মাকে৷
ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুষ্কা প্রেমীরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ওটিটিতে মুক্তি পাচ্ছে চাকদা এক্সপ্রেস, বৃষ্টিভেজা ছবির দৃশ্য শেয়ার করলেন অনুষ্কা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement