মুক্তি পেল Ponniyin Selvan 1-এর ট্রেলার, অপরূপা ঐশ্বর্য ঘুম কাড়লেন দর্শকদের

Last Updated:

ট্রেলারে ঐশ্বর্যের ফার্স্ট লুক ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের। ছবিতে রানি নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে ঐশ্বর্যকে। নন্দিনীর সঙ্গে সঙ্গে মন্দাকিনির চরিত্রেও অভিনয় করবেন তিনি।

#মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল মণিরত্নমের Ponniyin Selvan 1-এর ট্রেলার৷ কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে থাকছে ঐতিহাসিক চোল সাম্রাজ্যের আত্মত্যাগের ঘটনা। ট্রেলারে ঐশ্বর্যের ফার্স্ট লুক ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের। ছবিতে রানি নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে ঐশ্বর্যকে। নন্দিনীর সঙ্গে সঙ্গে মন্দাকিনির চরিত্রেও অভিনয় করবেন তিনি।
ঐশ্বর্য ছাড়াও ছবিতে রয়েছেন চাইয়ান বিক্রম, কার্থি, জয়াম রবি, তৃষা কৃষ্ণমকে। চাইয়ান বিক্রমকে দেখা যাবে আদিত্য কারিকালানের চরিত্রে। ভন্তিয়াতেবনের চরিত্রে অভিনয় করছেন কার্থি। অরুণমোজী বর্মনের চরিত্রে দেখা যাবে কার্তিকে। ছবিতে অভিনয় করেছেন শোভিতা ধুলিপালাও।
advertisement
advertisement
রানি বনথির চরিত্রে অভিনয় করবেন শোভিতা। এ ছাড়া কুণ্ডমের চরিত্রে দেখা যাবে তৃষাকে। ট্রেলারে ঐশ্বর্য ও তৃষা দু’জনের লুকেই মুগ্ধ দর্শক। মূলত চোল সাম্রাজ্যের বলিদানের গল্প নিয়ে তৈরি মণিরত্নমের এই ছবি মুক্তি পাবে দু'টি ভাগে। তামিল, তেলগু, হিন্দি, মালায়লম, কন্নড় এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে Ponniyin Selvan 1।
advertisement
মণিরত্নমের সঙ্গে এটি ঐশ্বর্যের চতূর্থ ছবি। এর আগে মণিরত্নমের ইরুভার, গুরু, ও রাবন ছবিতে কাজ করেছেন ঐশ্বর্য। ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করেছেন এআর রহমান। প্রসঙ্গত, রাবণছবির পরে এই ছবিতে দ্বিতীয়বার এক সঙ্গে দেখা যাবে ঐশ্বর্য ও বিক্রমকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মুক্তি পেল Ponniyin Selvan 1-এর ট্রেলার, অপরূপা ঐশ্বর্য ঘুম কাড়লেন দর্শকদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement