Sunny Leone | Viral Video: কপালে টিপ! লেহেঙ্গা চোলি! সানি লিওন ও রিমো ডিসুজার ভিডিও তুমুল ভাইরাল! শোরগোল নেট পাড়ায়!

Last Updated:

Sunny Leone | Viral Video: সাবেকি সাজে সানি লিওন। রিমোর সঙ্গে মত্ত সানি। ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

#নয়া দিল্লি:  সানি লিওন মানেই বিতর্ক বা উত্তেজক কিছু। সানির নামেই শোরগোল পড়ে যায়! যেখানেই তিনি থাকেন সেখানেই ঘটে কিছু না কিছু কাণ্ড। জীবনের প্রথম সময়টা নীল ছবির নায়িকা হয়েই শুরু করেন নিজের কেরিয়ার। আমাদের দেশে নীল ছবি নিষিদ্ধ হলেও। বহু দেশে এই ছবি নিয়ে কোনও বাধ্যবাধকতা নেই। সানির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তবে একদিন হঠাৎ সব কিছু ছেড়ে বলিউডে কেরিয়ার তৈরি করতে চলে আসেন সানি। প্রথম দিকে কেউ তাঁকে কাজ দিতে চায়নি। তবে সানি একের পর এক ছবিতে অভিনয়, আইটেম সং করে নিজের নাম থেকে নীল ছবির তকমা মুছে, বলি অভিনেত্রীর তকমা জুড়ে নেন।
সম্প্রতি সানি ও রিমো ডিসুজার একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সানির নাম শুনলেই মনে অন্য কিছু ভাবনা চলে আসে! মনে হতে থাকে কোন ভিডিওর কথা বলা হচ্ছে। তবে সে গুড়ে বালি। সানি ও রিমো এক সঙ্গে একটি দারুণ মিউজিক ভিডিও লঞ্চ করেছেন। এই নাচের ভিডিওতে সানিকে দেখা গেছে সাবেকি সাজে। কপালে টিপ। পরনে লেহেঙ্গা চোলি। খোলা চুল। নাচছেন তিনি। তাঁকে সঙ্গে দিয়েছেন রিমো। এই ভিডিও ইউটিউবে মুক্তি পেতেই ২০ লক্ষের বেশি মানুষ দেখেছেন। তুমুল ভাইরাল ভিডিও। 'নাচ বেবি'। এই নামেই মুক্তি পায় ভিডিওটি।
advertisement
advertisement
বিপিন পটওয়ার মিউজিক করা ‘নাচ বেবি’ গানটি লিখেছেন কুমার, গানটি গেয়েছেন বিপিন পটওয়া ও ভূমি ত্রিবেদী। গানটি মুক্তি পেতেই সানিকে দেখতে ভিড় জমে যায় নেটিজেনদের। রাতারাতি ২ মিলিয়ন ভিউ হয় এই ভিডিওর। সানির থেকে চোখ ফেরানো দায় এই নাচের ভিডিওতে। তেমন ভাল রিমো। কাকে ছেড়ে কাকে দেখবেন!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sunny Leone | Viral Video: কপালে টিপ! লেহেঙ্গা চোলি! সানি লিওন ও রিমো ডিসুজার ভিডিও তুমুল ভাইরাল! শোরগোল নেট পাড়ায়!
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement