Sunny Leone | Viral Video: কপালে টিপ! লেহেঙ্গা চোলি! সানি লিওন ও রিমো ডিসুজার ভিডিও তুমুল ভাইরাল! শোরগোল নেট পাড়ায়!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Sunny Leone | Viral Video: সাবেকি সাজে সানি লিওন। রিমোর সঙ্গে মত্ত সানি। ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
#নয়া দিল্লি: সানি লিওন মানেই বিতর্ক বা উত্তেজক কিছু। সানির নামেই শোরগোল পড়ে যায়! যেখানেই তিনি থাকেন সেখানেই ঘটে কিছু না কিছু কাণ্ড। জীবনের প্রথম সময়টা নীল ছবির নায়িকা হয়েই শুরু করেন নিজের কেরিয়ার। আমাদের দেশে নীল ছবি নিষিদ্ধ হলেও। বহু দেশে এই ছবি নিয়ে কোনও বাধ্যবাধকতা নেই। সানির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তবে একদিন হঠাৎ সব কিছু ছেড়ে বলিউডে কেরিয়ার তৈরি করতে চলে আসেন সানি। প্রথম দিকে কেউ তাঁকে কাজ দিতে চায়নি। তবে সানি একের পর এক ছবিতে অভিনয়, আইটেম সং করে নিজের নাম থেকে নীল ছবির তকমা মুছে, বলি অভিনেত্রীর তকমা জুড়ে নেন।
সম্প্রতি সানি ও রিমো ডিসুজার একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সানির নাম শুনলেই মনে অন্য কিছু ভাবনা চলে আসে! মনে হতে থাকে কোন ভিডিওর কথা বলা হচ্ছে। তবে সে গুড়ে বালি। সানি ও রিমো এক সঙ্গে একটি দারুণ মিউজিক ভিডিও লঞ্চ করেছেন। এই নাচের ভিডিওতে সানিকে দেখা গেছে সাবেকি সাজে। কপালে টিপ। পরনে লেহেঙ্গা চোলি। খোলা চুল। নাচছেন তিনি। তাঁকে সঙ্গে দিয়েছেন রিমো। এই ভিডিও ইউটিউবে মুক্তি পেতেই ২০ লক্ষের বেশি মানুষ দেখেছেন। তুমুল ভাইরাল ভিডিও। 'নাচ বেবি'। এই নামেই মুক্তি পায় ভিডিওটি।
advertisement
advertisement
বিপিন পটওয়ার মিউজিক করা ‘নাচ বেবি’ গানটি লিখেছেন কুমার, গানটি গেয়েছেন বিপিন পটওয়া ও ভূমি ত্রিবেদী। গানটি মুক্তি পেতেই সানিকে দেখতে ভিড় জমে যায় নেটিজেনদের। রাতারাতি ২ মিলিয়ন ভিউ হয় এই ভিডিওর। সানির থেকে চোখ ফেরানো দায় এই নাচের ভিডিওতে। তেমন ভাল রিমো। কাকে ছেড়ে কাকে দেখবেন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2022 10:10 PM IST