রিদা আর ইজা পরে মক্কায় শাহরুখ, হজের ভিড়ে বলিউড বাদশার ছবি ভাইরাল

Last Updated:

কেবল শাহরুখ নন, এর আগে আমির খান, প্রয়াত অভিনেতা দিলীপ কুমার, এ আর রহমানও মক্কায় হজে গিয়েছিলেন। দেখুন শাহরুখের ছবি এবং ভিডিও।

#মুম্বই: 'ডানকি'র শ্যুট শেষ। সৌদি আরবে পরবর্তী ছবির কাজ শেষ হতেই মক্কার উদ্দেশে পা বাড়ালেন শাহরুখ খান। হজে গেলেন বলিউড বাদশা। ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে গেলেন 'পাঠান'। তাঁর ভাইরাল ছবি দেখে উৎফুল্ল বিশ্বজোড়া অনুরাগীরা।
শাহরুখকে নতুন ভাবে দেখতে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। রিদা আর ইজার পরে আছেন শাহরুখ।  মুখে মাস্ক পরে হজের ভিড়ে একাধিক ছবি উঠেছে তাঁর। শাহরুখের অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে ছবি এবং ভিডিও শেয়ার করেছে তারকার টিম। সেই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে অনুরাগীদের দৌলতে।
advertisement
advertisement
কেবল শাহরুখ নন, এর আগে আমির খান, প্রয়াত অভিনেতা দিলীপ কুমার, এ আর রহমানও মক্কায় হজে গিয়েছিলেন।
advertisement
বুধবার শাহরুখ তাঁর ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তিনি ছবির শ্যুটিং সমাপ্তির ঘোষণা করেন। শাহরুখের কথায়, "সৌদিতে 'ডানকি'র শ্যুটিং শেষ। এরকম একটা ছবি, এরকম একটা জায়গায় শ্যুট করার মতো আনন্দের কিছুই হতে পারে না। রাজু স্যার এবং বাকি শিল্পীদের ধন্যবাদ জানাতে চাই এর জন্য। আমাদের এত দর্শনীয় স্থানের ব্যবস্থা করে দেওয়ার এত অপূর্ব আতিথেয়তার জন্য সৌদির সংস্কৃতি ও চলচ্চিত্র মন্ত্রণালয়কে অনেক ধন্যবাদ। সবাইকেই অসংখ্য ধন্যবাদ।"
advertisement
শাহরুখ খান, রাজকুমার হিরানি এবং জিও স্টুডিওজের প্রযোজনায় আসছে 'ডানকি'। এই ছবিতে তাপসী পান্নুকেও দেখা যাবে বাদশার বিপরীতে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রিদা আর ইজা পরে মক্কায় শাহরুখ, হজের ভিড়ে বলিউড বাদশার ছবি ভাইরাল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement