গোয়া চলচ্চিত্র উৎসবে টনিক-এর বাজিমাত! উঠে দাঁড়িয়ে হাততালি সারা বিশ্বের দর্শকের

Last Updated:

পুরোদস্তুর পারিবারিক ছবি বলতে যা বোঝায়, পরিচালক অভিজিৎ সেনের প্রথম ছবিতে তার সব উপাদানই রয়েছে। মধ্যবিত্ত বাঙালির চাওয়া-পাওয়া, হতাশা-আনন্দ, জীবনের প্রায় প্রতিটা আবেগ ফুটে উঠেছে পর্দায়।

#কলকাতা: ৫৩তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে প্রদর্শিত হল 'টনিক'। দর্শকাসনে ভারত তথা বিশ্বর সব সিনেপ্রেমীরা। অতিমারি-উত্তর সময়ে টলিউডের আলোর দিশারী হয়েছিল অভিজিৎ সেন পরিচালিত এবং দেব অভিনীত এই ছবি। বক্স অফিসে ফুলেফেঁপে উঠেছিল 'টনিক'-এর ভাঁড়ার।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত 'টনিক'। উচ্ছ্বসিত পরিচালক। নিউজ18 বাংলাকে তিনি বললেন, "বহু অবাঙালি দর্শক আমাদের ছবি দেখেছেন। দক্ষিণ, মহারাষ্ট্র এবং ভারতের আরও নানা অঞ্চলের সিনেপ্রেমীরা আমাদের ছবি দেখেছেন। বিদেশের প্রচুর মানুষকেও দর্শক হিসেবে পেয়েছি। ছবিটি শেষ হওয়ার পর সকলে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছে। বহু মানুষ চরিত্রগুলির সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছেন। এর থেকে বড় প্রাপ্তি আর কী-ই বা হতে পারে!"
advertisement
advertisement
পুরোদস্তুর পারিবারিক ছবি বলতে যা বোঝায়, পরিচালক অভিজিৎ সেনের প্রথম ছবিতে তার সব উপাদানই রয়েছে। মধ্যবিত্ত বাঙালির চাওয়া-পাওয়া, হতাশা-আনন্দ, জীবনের প্রায় প্রতিটা আবেগ ফুটে উঠেছে পর্দায়। আর সেই আবেগকে বুঝে নিতে ভাষার সাহায্য লাগে না। অন্তত তেমনটাই মনে করছেন অভিজিৎ। তাঁর কথায়, "আমাদের ছবিতে সাবটাইটেল ছিল ঠিকই। কিন্তু স্ক্রিনে ভেসে ওঠা সেই শব্দগুলির মধ্যে তো অভিব্যক্তি বা আবেগ জড়িয়ে থাকে না। কিন্তু অভিনেতাদের পর্দায় দেখেই দর্শক সবটা বুঝে নিয়েছেন। এখানেই আমাদের সার্থকতা।"
বাংলা খবর/ খবর/বিনোদন/
গোয়া চলচ্চিত্র উৎসবে টনিক-এর বাজিমাত! উঠে দাঁড়িয়ে হাততালি সারা বিশ্বের দর্শকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement