সামান্থাকে বিয়ে না করে উপায় ছিল না নাগার! কেন? বিস্ফোরক প্রাক্তন স্বামী

Last Updated:
সম্প্রতি সামান্থার প্রাক্তন স্বামীর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার ফলে শিরোনাম দখল করেছেন তিনি। দেখা যাচ্ছে, শীতপোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে নাগা আর অভিনেত্রী সোবিতা ধুলিপালা।
1/9
প্রেম, বিবাহ, বিচ্ছেদ, তিক্ততা! সব পর্যায় পেরিয়ে এসে দুই তারকাই নিজ নিজ জীবনে সুখী। এক সময়ে যাঁরা ছিলেন অবিচ্ছেদ্য, আজ একে অপরকে দেখলে চোখ ফিরিয়ে নেন। আর তাই বোধহয় সকলের প্রিয় প্রাক্তন দম্পতিকে নিয়ে আজও চর্চার শেষ নেই। নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু।
প্রেম, বিবাহ, বিচ্ছেদ, তিক্ততা! সব পর্যায় পেরিয়ে এসে দুই তারকাই নিজ নিজ জীবনে সুখী। এক সময়ে যাঁরা ছিলেন অবিচ্ছেদ্য, আজ একে অপরকে দেখলে চোখ ফিরিয়ে নেন। আর তাই বোধহয় সকলের প্রিয় প্রাক্তন দম্পতিকে নিয়ে আজও চর্চার শেষ নেই। নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু।
advertisement
2/9
২০২১ সালের ২ অক্টোবর চার বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সামান্থা। বনিবনার অভাবে ছাদ আলাদা হয়ে যায় তাঁদের। এর পরে বিচ্ছেদের কারণ হিসেবে বিভিন্ন কারণ শোনা যায়। পরিবার থেকে শুরু করে সন্তান না হওয়া ইত্যাদি কত কী!
২০২১ সালের ২ অক্টোবর চার বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সামান্থা। বনিবনার অভাবে ছাদ আলাদা হয়ে যায় তাঁদের। এর পরে বিচ্ছেদের কারণ হিসেবে বিভিন্ন কারণ শোনা যায়। পরিবার থেকে শুরু করে সন্তান না হওয়া ইত্যাদি কত কী!
advertisement
3/9
কিন্তু জানেন কি, সেই সামান্থার মন জয় করতে কত কাঠখড় পোড়াতে হয়েছিল নাগাকে! বেশ কয়েক বছর আগে তেলুগু নায়ক এক সাক্ষাৎকারে বলেছিলেন, ''প্রায় ১০ বছর আগে এক ছবির শ্যুটে আলাপ আমাদের। আর গত ৭ বছর ধরে আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি সামান্থার মন জয় করতে। বিয়ে করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না।''
কিন্তু জানেন কি, সেই সামান্থার মন জয় করতে কত কাঠখড় পোড়াতে হয়েছিল নাগাকে! বেশ কয়েক বছর আগে তেলুগু নায়ক এক সাক্ষাৎকারে বলেছিলেন, ''প্রায় ১০ বছর আগে এক ছবির শ্যুটে আলাপ আমাদের। আর গত ৭ বছর ধরে আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি সামান্থার মন জয় করতে। বিয়ে করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না।''
advertisement
4/9
আসলে নাগাকে এতটাই মুগ্ধ করেছিলেন সামান্থা! একই প্রশ্ন সামান্থাকে করায় তিনি মস্করা করে বলেন, ''নাগা অনেক মেয়ের পিছনে ছুটছিল। মাত্র ৭ বছর আগে আমার নম্বর এসেছিল।''
আসলে নাগাকে এতটাই মুগ্ধ করেছিলেন সামান্থা! একই প্রশ্ন সামান্থাকে করায় তিনি মস্করা করে বলেন, ''নাগা অনেক মেয়ের পিছনে ছুটছিল। মাত্র ৭ বছর আগে আমার নম্বর এসেছিল।''
advertisement
5/9
কিন্তু এখন সেই খুনসুটির পর্ব চুকেছে। ছাদ আলাদা হয়েছে দুই তারকার। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন ছিল, খোলামেলা দৃশ্যে সামান্থার অভিনয় নিয়ে নাগার সঙ্গে আপত্তি জানিয়েছিলেন তাঁর শ্বশুরবাড়িও। পুত্রবধূকে নাকি ‘সাহসী’ ভূমিকায় পর্দায় দেখতে আপত্তি ছিল নাগার বাবা নাগার্জুনেরও।
কিন্তু এখন সেই খুনসুটির পর্ব চুকেছে। ছাদ আলাদা হয়েছে দুই তারকার। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন ছিল, খোলামেলা দৃশ্যে সামান্থার অভিনয় নিয়ে নাগার সঙ্গে আপত্তি জানিয়েছিলেন তাঁর শ্বশুরবাড়িও। পুত্রবধূকে নাকি ‘সাহসী’ ভূমিকায় পর্দায় দেখতে আপত্তি ছিল নাগার বাবা নাগার্জুনেরও।
advertisement
6/9
এদিকে সম্প্রতি সামান্থার প্রাক্তন স্বামীর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার ফলে শিরোনাম দখল করেছেন তিনি। দেখা যাচ্ছে, শীতপোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে নাগা আর অভিনেত্রী সোবিতা ধুলিপালা।
এদিকে সম্প্রতি সামান্থার প্রাক্তন স্বামীর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার ফলে শিরোনাম দখল করেছেন তিনি। দেখা যাচ্ছে, শীতপোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে নাগা আর অভিনেত্রী সোবিতা ধুলিপালা।
advertisement
7/9
কিছু মাস আগেও এই দুই তারকার ঘনিষ্ঠতা বেড়েছে বলে শোনা গিয়েছিল। নাগা এবং সোবিতা নাকি একে অপরের প্রেমে পড়েছেন। সম্পর্কেও জড়িয়েছেন। সূত্রের খবর, নাগার নতুন বাড়িতে নাকি একাধিক বার সোবিতাকে দেখা গিয়েছে।
কিছু মাস আগেও এই দুই তারকার ঘনিষ্ঠতা বেড়েছে বলে শোনা গিয়েছিল। নাগা এবং সোবিতা নাকি একে অপরের প্রেমে পড়েছেন। সম্পর্কেও জড়িয়েছেন। সূত্রের খবর, নাগার নতুন বাড়িতে নাকি একাধিক বার সোবিতাকে দেখা গিয়েছে।
advertisement
8/9
এক দিন নাকি নাগা সোবিতাকে নিজের বাড়ি ঘুরিয়ে দেখিয়েছেন, তার পর একই গাড়িতে চেপে দু'জনকে বেরিয়ে যেতেও দেখা গিয়েছে। তা ছাড়া 'মেজর' ছবির প্রচারের সময়ে সোবিতা যে হোটেলে ছিলেন, সেখানেও নাকি নাগা একাধিক বার গিয়েছেন।
এক দিন নাকি নাগা সোবিতাকে নিজের বাড়ি ঘুরিয়ে দেখিয়েছেন, তার পর একই গাড়িতে চেপে দু'জনকে বেরিয়ে যেতেও দেখা গিয়েছে। তা ছাড়া 'মেজর' ছবির প্রচারের সময়ে সোবিতা যে হোটেলে ছিলেন, সেখানেও নাকি নাগা একাধিক বার গিয়েছেন।
advertisement
9/9
নতুন এই ছবিটার সত্যতা নিয়ে অনেক নাগা-ভক্তই বলেছেন, এই ছবি আসল নয়। কারুকার্য করা হয়েছে। যদিও সে সম্পর্কে নিশ্চিত করে কিছুই জানা যায়নি।
নতুন এই ছবিটার সত্যতা নিয়ে অনেক নাগা-ভক্তই বলেছেন, এই ছবি আসল নয়। কারুকার্য করা হয়েছে। যদিও সে সম্পর্কে নিশ্চিত করে কিছুই জানা যায়নি।
advertisement
advertisement
advertisement