মাকে মৃত্যুশয্যায় রেখে শ্যুটে হাসিমুখে অভিনয়! শ্রীপর্ণার লড়াই যেন আরও এক নজির
- Published by:Teesta Barman
Last Updated:
একটি ধারাবাহিক করার সময়ে মাঝপথে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। নির্মাতারা মনে করেন, শ্রীপর্ণার জন্যেই বোধহয় টিআরপি উঠছে না।
কখনও তিনি পারমিতা। কখনও টুসু, কখনও বা ফুলকি। কখনও আবার পার্বতী বা পিকুও। নানা রূপে নানা গল্পে হাজির হয়েছেন দর্শকের সামনে। মন জয় করেছেন কত লক্ষ মানুষের। কিন্তু এই সমস্ত চরিত্রের পিছনের মানুষটা যে লড়াই করেছেন, তা অনেকেই জানেন না। সম্প্রতি জোশ টকস-এ এসে শ্রীপর্ণা রায় নিজের জীবনের ওঠাপড়ার গল্প বললেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
একটি ধারাবাহিক করার সময়ে মাঝপথে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। নির্মাতারা মনে করেন, শ্রীপর্ণার জন্যেই বোধহয় টিআরপি উঠছে না। এছাড়াও একবার একটি প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ আসে নায়িকার কাছে। যার জন্যে সেই সময়ে আসা অনেক কাজ তিনি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পরে সেই সংস্থার কাজ থেকেও তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
advertisement