Nusrat Jahan | Nikhil Jain: নুসরতের সঙ্গে বিবাহবিচ্ছেদে সিলমোহর! নিখিল বললেন, 'জন্মদিনের সেরা উপহার'

Last Updated:

Nusrat Jahan | Nikhil Jain: আজ বুধবার দুজনের মধ্যে সমস্ত সম্পর্ক সমাপ্তি হল। আজ তাঁদের বিবাহ বিচ্ছেদ মামলায় সিলমোহর দিল আদালত।

নুসরতের সঙ্গে বিবাহবিচ্ছেদে সিলমোহর! নিখিল বললেন, 'জন্মদিনের সেরা উপহার'
নুসরতের সঙ্গে বিবাহবিচ্ছেদে সিলমোহর! নিখিল বললেন, 'জন্মদিনের সেরা উপহার'
#কলকাতা: নুসরত জাহান (Nusrat Jahan) ও নিখিল জৈনের (Nikhil Jain) বিয়ে বা সহবাস নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলেছে। অবশেষে আজ বুধবার দুজনের মধ্যে সমস্ত সম্পর্ক সমাপ্তি হল। আজ তাঁদের বিবাহ বিচ্ছেদ মামলায় সিলমোহর দিল আদালত। নুসরতের সঙ্গে আলাদা হওয়ার পরে নিখিল আদালতে তাঁর বিরুদ্ধে ম্যারেজ অ্যানলেমেন্টের মামলা করেন। সেই মামলাতেই আজ জয় হল নুসরতের প্রাক্তন স্বামীর।
নুসরত একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন, তিনি ও নিখিল সহবাস করেছে। তাঁদের বিয়েই হয়নি। তুরস্কের বিয়ের নিয়মের সঙ্গে ভারতীয় আইনের কোনও সম্পর্ক নেই। ফলে তাঁদের বিয়ে বৈধ নয়। অন্যদিকে নিখিল দাবি করেছিলেন, বহুবার অনুরোধ করার পরেও নিখিল আইনি বিয়ে করতে রাজি হননি। অথচ বিভিন্ন অফিশিয়াল ক্ষেত্রে স্বামী হিসেবে তাঁর নামই ব্যবহার করছেন নুসরত (Nusrat Jahan)। এর পরেই আদালতে মামলা করেছিলেন নিখিল এবং তাঁর জয় হল আজ। নিখিল জানিয়েছিলেন, রেজিস্ট্রি যেহেতু হয়নি তাই ম্যারেড অ্যানালমেন্ট করেই বিচ্ছেদ চান তিনি।
advertisement
advertisement
সম্পর্কে থাকাকালীনই যশের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন নিখিল (Nikhil Jain) । তার পরেই দেওয়ানি মামলা করেছেন বলে জানিয়েছিলেন নিখিল। নুসরত (Nusrat Jahan) সন্তানসম্ভবা এই খবরও প্রকাশ্যে আসার পরে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি সেই সন্তানের পিতা নন। কোনও রকমের সম্পর্কও রাখতে আগ্রহী নন বলেও জানিয়েছিলেন তিনি। আজ মামলা জয়ের পরে নিউজ ১৮ বাংলার তরফ থেকে নিখিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আজ তাঁর জন্মদিন। এবং এটিই তাঁর আজকের সেরা উপহার। আগামীতে তিনি আইনি বা অন্য কোনও ভাবে কোনও সম্পর্ক নুসরতের সঙ্গে রাখতে চান না বলেও সাফ জানান। আজকে আদালতের রায়ে নিখিল খুশি বলে জানান।
advertisement
প্রসঙ্গত, ২০১৯-এর এপ্রিলে তুরষ্কের বোডরুমে গিয়ে রাজকীয় ভাবে বিয়ে করেছিলেন নিখিল ও নুসরত। ডেস্টিনেশন ওয়েডিং সেরে এসে কলকাতার আইটিসি রয়্য়াল বেঙ্গলেও গ্র্যান্ড রিসেপশনের আয়োজন হয়েছিল। সেখানে টলিউডের বহু তারকা ও রাজনৈতিক মহলের নেতামন্ত্রীরা উপস্থিত ছিলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত ছিলেন। দুজনের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতেও আলোচনা চলত। কিন্তু বছর ঘুরতেই সম্পর্কে ভাঙন ধরে দুজনের মধ্যে। গত অগাস্টে সন্তানের জন্ম দেন নুসরত।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan | Nikhil Jain: নুসরতের সঙ্গে বিবাহবিচ্ছেদে সিলমোহর! নিখিল বললেন, 'জন্মদিনের সেরা উপহার'
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement