Sonam Kapoor : ধার করে পোশাক পরেন সোনম? সিক্রেট ফাঁস হতেই চোখ কপালে করণ জোহরের
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Sonam Kapoor :মাতৃত্বকালীন ফ্যাশনেও তিনি সাড়া ফেলেছেন ইতিমধ্যেই। বেবি বাম্প নিয়েই কফি উইথ করণ-এ হাজির হয়েছিলেন করণ।
#মুম্বই: বলিউডের ফ্যাশন ডিভাদের মধ্যে প্রথম সারিতেই উঠে আসে অভিনেত্রী সোনম কাপুরের নাম। ফ্যাশন নিয়ে ভীষণ খুঁতখুতে অনিল কন্যা। বিদেশি ডিজাইনার থেকে শুরু করে ব্র্যান্ড সব কিছু নিয়ে আপডেটেড থাকতে ভালবাসেন অভিনেত্রী। বহুবার ফ্যাশনে মুগ্ধ করেছেন সোনম।
মাতৃত্বকালীন ফ্যাশনেও তিনি সাড়া ফেলেছেন ইতিমধ্যেই। বেবি বাম্প নিয়েই কফি উইথ করণ-এ হাজির হয়েছিলেন করণ। সেখানেও কালো অফ শোল্ডার ড্রেসে নজর কেড়েছেন অভিনেত্রী। কিন্তু যে সাজ, ফ্যাশন নিয়ে এত রমরমা, সেই নিয়েই একটি সিক্রেট ফাঁস করলেন সোনম। কফি উইথ করণ-এ এসে সোনম বললেন, তাঁর চোখ ধাঁধানো পোশাকের ৯০ শতাংশই নাকি ধার করা।
advertisement
রেড কার্পেট লুক নিয়ে সোনমকে জিজ্ঞাসা করেন করণ। তার উত্তরেই সোনম বলেন ফাঁস করেন তাঁর অধিকাংশ রেড কার্পেট পোশাকই নাকি ধার করা। এমনকি তাঁর বোন রিয়া কাপুরও ধার করেই বেশি পোশাক পরেন। এই শুনে যেন করণ জোহরের মাথায় আকাশ ভেঙে পড়ে।
advertisement
advertisement
করণকে দেখে সোনম বলেন, "আরে ওরা পোশাক ধার দেয়। আমরা সব পোশাক কিনি না। পাগল নাকি যে এত পয়সা খরচ করব।" তবে যে ডিজাইনারের থেকে পোশাক ধার করেন, তাঁকে পুরো কৃতিত্বটাই দেন সোনম।
advertisement
করণ জোহরের শোয়ে সোনমের সঙ্গে যান অভিনেতা অর্জুন কাপুর। শোয়ের বেশ কিছু ঝলক ইতিমধ্যেই ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ট্রোলড হন অভিনেত্রী। বহু তির্যক মন্তব্যেরও শিকার হন তিনি। সেই সব নিয়েও এই শোয়ে তিনি কথা বলেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2022 7:38 PM IST