Kangana Ranaut : জ্বরে পুড়ছে শরীর, শ্বেত রক্তকণিকা কম! এই শরীর নিয়েও ছবির সেটে পরিশ্রম কঙ্গনার

Last Updated:

Kangana Ranaut : এমার্জেন্সি ছবির পরিচালনার কাজও তিনি করছেন। আর তাই অসুখকে তোয়াক্কা না করেই কাজের ময়দানে কঙ্গনা।

Kangana Ranaut
Kangana Ranaut
#মুম্বই: ডেঙ্গুতে কাবু কঙ্গনা রানাওয়াত। কিন্তু অসুখ দমিয়ে রাখতে পারেনি ক্যুইনকে। তাই ডেঙ্গু নিয়েই জোর কদমে কাজ করছেন অভিনেত্রী। এমার্জেন্সি ছবির পরিচালনার কাজও তিনি করছেন। আর তাই অসুখকে তোয়াক্কা না করেই কাজের ময়দানে কঙ্গনা।
শরীরে শ্বেত রক্তকণিকা পরিমাণ কমে গিয়েছে আর গায়ে প্রবল জ্বর। সোমবারই জানতে পেরেছেন, তিনি ডেঙ্গু আক্রান্ত। মনিকর্ণিকা ফিল্মস নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই খবর শেয়ার করা হয় যে, ডেঙ্গু আক্রান্ত হওয়া সত্ত্বেও সেটে এসে কাজ করছেন কঙ্গনা। আর সেই পোস্টেই অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই আবার আরোগ্য কামনা করেছেন কঙ্গনার জন্য।
advertisement
advertisement
ইনস্টাগ্রাম পেজের সেই পোস্টে লেখা, "আপনার ডেঙ্গু হয়েছে, শরীরে শ্বেত রক্তকণিকা কম, তাও আপনি কাজ করছেন! এটা কাজের প্রতি শুধু ভালবাসা নয়। এটা পাগলামি।" সেই পোস্ট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "থ্যাংক ইউ টিম। শরীর অসুস্থ হয়ে পড়ে। মন নয়।"
advertisement
নিজের পরিচালিত এই ছবিতে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। চিত্রনাট্য লিখেছেন রীতেশ শাহ যিনি ধাকড় লিখেছেন। হলিউডের প্রস্থেটিক মেক আপ আর্টিস্ট ডেভিড মালিনোস্কি তাঁর মেক আপ করছেন। টিজারে প্রকাশ্যে এসেছে কঙ্গনার লুক। ইতিমধ্যেই সেটি বেশ সাড়া ফেলেছে।
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল কঙ্গনার ধাকড়। এই স্পাই থ্রিলার এর ট্রেলার প্রথমে বেশ সাড়া ফেললেও পরে বক্স অফিসে তা মুখ থুবড়ে পড়ে। আর তা নিয়ে ট্রোলড হন কঙ্গনা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut : জ্বরে পুড়ছে শরীর, শ্বেত রক্তকণিকা কম! এই শরীর নিয়েও ছবির সেটে পরিশ্রম কঙ্গনার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement