প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী, বিনোদন জগতে শোকের ছায়া
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Sonali Chakraborty Dies: সোনালি রেখে গেলেন তাঁর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী, মেয়ে এবং অসংখ্য অনুরাগীকে
কলকাতা : দীর্ঘ অসুস্থতার পর চলে গেলেন অভিনেত্রী সোনালি চক্রবর্তী৷ সোমবার ভোর ৪ টে ৫ মিনিট নাগাদ শহরের নামী এক হাসপাতালে প্রয়াত হন তিনি৷ বয়স হয়েছিল ৫৯ বছর৷ সোনালি রেখে গেলেন তাঁর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী, মেয়ে এবং অসংখ্য অনুরাগীকে৷
কয়েক দশক ধরে বাংলা ছবি ও টেলিভিশন ধারাবাহিকের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিলেন সোনালি৷ অভিনয়ের পাশাপাশি নাচও ছিল তাঁর প্রিয় শখ৷ তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ ছবিতে অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর সঙ্গে এক ঝলক নাচের দৃশ্যেও দর্শকদের নজর কেড়েছিলেন তিনি৷ ‘হার জিত’, ‘বন্ধন’ ছবিতে তাঁর অভিনয় দাগ কেটেছিল দর্শকদের মনে৷
একাধিক টেলিফিল্ম এবং টেলিভিশন ধারাবাহিকেরও উজ্জ্বল মুখ ছিলেন তিনি৷ জনপ্রিয় টেলিভিশন শো ‘বরিশালের বর কলকাতার কনে’ সঞ্চালনা করে টেলিভিশন দর্শকদের পরিবারের একজন হয়ে উঠেছিলেন সোনালি এবং তাঁর স্বামী শঙ্কর চক্রবর্তী৷ অভিনেতা দম্পতির একমাত্র মেয়ে মুম্বইয়ে সহকারী পরিচালকের কাজ করেন৷
advertisement
advertisement

আরও পড়ুন : রূপঙ্কর-অন্বেষার গলায় ‘‘থেকেছি ভাবে আড়িতে’’- কৌশিক ও অপরাজিতার অনস্ক্রিন কেমিস্ট্রিতে কথামৃতের গান সামনে
শারীরিক অসুস্থতার জন্য সোনালি মাঝে দীর্ঘ দিন অনুপস্থিত ছিলেন টেলিভিশনে৷ তবে সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি অর্থাৎ শোলাঙ্কি রায়ের জেঠিমার চরিত্রে৷ সে অভিনয়েও চলতি বছর অগাস্টে বিচ্ছেদ পড়ে৷ কারণ তাঁর পেটে ফ্লুইড জমে ছিল৷ তার আগে ভেন্টিলেশনেও তাঁর চিকিৎসা চলে৷ হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল সুস্থ হয়ে তিনি আবার ফিরতে পারবেন অভিনেত্রী জীবনে৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন দুরারোগ্য অসুখে আক্রান্ত সোনালি৷ সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 10:40 AM IST