রূপঙ্কর-অন্বেষার গলায় ‘‘থেকেছি ভাবে আড়িতে’’- কৌশিক ও অপরাজিতার অনস্ক্রিন কেমিস্ট্রিতে কথামৃতের গান সামনে
- Published by:Debalina Datta
Last Updated:
মুক্তি পেল "কথামৃত" এর প্রথম গান। রোমান্টিক গানে দেখা গেল কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্যকে।
#কলকাতা: এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে "কথামৃত"। মুক্তি পেল সিনেমার প্রথম গান "থেকেছি ভাবে আড়িতে"। পুরোপুরি প্রেমের গানে দেখা গেল অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। গানটি গেয়েছেন শিল্পী রুপঙ্কর বাগচি ও অন্বেষা দত্ত গুপ্ত। গানটির সুর দিয়েছেন প্রসেন।
আগামী ১৮ই নভেম্বর বড়ো পর্দায় মুক্তি পাবে "কথামৃত"। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক জিত চক্রবর্ত্তী।
শুনে নিন কথামৃতের রোমান্টিক গান
advertisement
ছবির মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী অপরাজিতা আঢ্য কে। ইতিমধ্যে ছবির অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে সোশ্যাল সাইডে। একজন বোবা (কথা বলতে না পারা) মানুষের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। আর তাই একটা ছোট্টো লাল ডাইরিতে লিখে রাখেন নিজের মনের সমস্ত কথা গুলো। সেই ডাইরির নাম "কথামৃত"। ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে।
advertisement
আরও পড়ুন - ১০ হাজার কোটি টাকার ঋণ ইস্যুতে রাজ্যকে চ্যালেঞ্জের সুরে জবাব শুভেন্দুর, মুখ খুললেন চন্দ্রিমাও
গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, নিজেদের পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। তাঁদের এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ। সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের ভাব বুঝতে পারেন। তবে, মনের কথা বলার জন্য় তিনি একটি পকেট ডায়রি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়রিটিকেই তিনি 'কথামৃত' নাম দিয়েছেন।
advertisement
ছবিতে আরও দুটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু ও অদিতি চট্টোাপধ্যায়। ছবির পরিচালক জিত চক্রবর্ত্তী জানান "এটি কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্যের এক অনন্য জীবনের গল্প। মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে এই ছবি।
Manash Basak
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 7:00 AM IST