মুম্বই: চুপিসারে গাঁটছড়া বাঁধলেন ডিজাইনার মাসাবা গুপ্তা এবং অভিনেতা সত্যদীপ মিশ্র। বিনা আড়ম্বরে কেবল পরিবারের সামনে নতুন জীবনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যুগল। মাসাবার মা, অভিনেত্রী নীনা গুপ্তা ফ্যামিলি ছবি পোস্ট করে চমকে দিলেন সকলকে। যেখানে দেখা গেল ওয়েস্ট ইন্ডিসের প্রাক্তন ক্রিকেটার, কিংবদন্তি খেলোয়াড় ভিভিয়ান রিচার্ডসকে। নীনার সঙ্গে সম্পর্কের সমীকরণ জটিল হওয়া সত্ত্বেও মেয়ের বিয়ের জন্য ঠিক উড়ে এসেছেন ভারতে।
নীনা সেই ছবি পোস্ট করেছেন। সেই ছবির তলায় যা লিখলেন, তা যেন আরও বেশি করে নজড় কাড়ল ভক্তদের, ‘মেয়ে, নতুন ছেলে, ছেলের মা, ছেলের বোন, মেয়ের বাবা, আমি আর আমার স্বামী।’ ভিভের সঙ্গে নীনার সম্পর্ক যে কেবল মাসাবার সূত্রে, তা যেন আরও স্পষ্ট হয়ে গেল এই লেখায়।
View this post on Instagram
নীনা গুপ্তা এবং ভিভ রিচার্ডস আশির দশকে প্রেমের সম্পর্কে জড়ান। অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নীনা। কিন্তু তাঁরা বিয়ে নবা করলেও মাসাবার জন্ম দিয়েছিলেন নীনা। তার জন্য প্রভূত নিন্দার মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। সেই সময়ে অবশ্যই সাহসী পদক্ষেপ ছিল এটি। ভিভ রিচার্ডস পরে মিরিয়ামকে বিয়ে করেন এবং নীনা পরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন। মায়ের কাছেই মাসাবার বড় হওয়া। বাবা ভিভের সঙ্গে মাঝেমধ্যে দেখা হওয়া।
View this post on Instagram
সেই মাসাবাই কিন্তু একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ৮ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত বাবা ভিভ রিচার্ডসের সঙ্গেই দারুণ কেটেছে তাঁর ছুটির দিনগুলো। সে সময়ে ধারাভাষ্যের কাজে গোটা বিশ্বে ঘুরতেন ভিভ। প্রায়ই চলে আসতেন ভারতেও।
আরও পড়ুন: খরচ করে ১ম বিয়ে, তাও টেকেনি, তাই সাদামাটা অনুষ্ঠানে গাঁটছড়া মাসাবা-সত্যদীপের, মেয়ের বিয়েতে ভিভ!
আরও পড়ুন: কার্তিক আরিয়ান থেকে রাজকুমার রাও, অনুরাগ বসুর সরস্বতী পুজোয় চাঁদের হাট
ছোট্ট মাসাবার এমনিতে বাবার সঙ্গে থাকার সুযোগ হয়নি সে ভাবে। মা নীনা গুপ্তার কাছেই বড় হওয়া। তবে স্কুলের ছুটি পড়লেই বেরিয়ে পড়তেন মাসাবা আর ভিভ। কিন্তু তার পর থেকে নিয়মিত দেখা হয়নি বাবার সঙ্গে। সেই বাবাকেই এবার মেয়ের বিয়েতে দেখা গেল পরিবারের অংশ হিসেবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Masaba Gupta, Neena gupta, Viv richards, Vivian richards