Masaba Gupta-Satyadeep Misra Wedding: খরচ করে ১ম বিয়ে, তাও টেকেনি, তাই সাদামাটা অনুষ্ঠানে গাঁটছড়া মাসাবা-সত্যদীপের, মেয়ের বিয়েতে ভিভ!

Last Updated:
Masaba Gupta-Satyadeep Misra Wedding: মাসাবা এর আগে বিয়ে করেছিলেন মধু মনতেনাকে। সত্যদীপ বিয়ে করেছিলেন অদিতি রাও হায়দরিকে। কিন্তু টেকেনি।
1/10
চুপচাপ বিয়ে করে নিলেন নীনা-কন্যা। ডিজাইনার মাসাবা গুপ্তা গাঁটছড়া বাঁধলেন সত্যদীপ মিশ্র। কেউ জানতেও পারেনি। হঠাৎই নবদম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকাল সকাল চমকে গিয়েছেন নেটিজেনরা।
চুপচাপ বিয়ে করে নিলেন নীনা-কন্যা। ডিজাইনার মাসাবা গুপ্তা গাঁটছড়া বাঁধলেন সত্যদীপ মিশ্র। কেউ জানতেও পারেনি। হঠাৎই নবদম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকাল সকাল চমকে গিয়েছেন নেটিজেনরা।
advertisement
2/10
গোলাপি লহেঙ্গায় সেজে মাসাবা। অন্যদিকে সত্যদীপের পরনে গোলাপি কুর্তা-পাজামা। খুব সাদামাটা ভাবে বিয়ে হয়েছে তাঁদের। কোর্টে গিয়ে সই করে চার হাত এক হয়েছে ডিজাইনার-অভিনেতার।
গোলাপি লহেঙ্গায় সেজে মাসাবা। অন্যদিকে সত্যদীপের পরনে গোলাপি কুর্তা-পাজামা। খুব সাদামাটা ভাবে বিয়ে হয়েছে তাঁদের। কোর্টে গিয়ে সই করে চার হাত এক হয়েছে ডিজাইনার-অভিনেতার।
advertisement
3/10
ওয়েস্ট ইন্ডিস থেকে ভিভিয়ান রিচার্ডস তাঁর কন্যার বিয়েতে উপস্থিত হয়েছিলেন। প্রাক্তন ক্রিকেটার তাঁর স্ত্রী, কন্যাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিসেই থাকেন। কিন্তু নীনার সঙ্গে বা মাসাবার সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন চিরকাল। নীনাকে বিয়ে করে সংসার না করলেও মেয়ের দায়িত্ব নিতে অস্বীকার করেননি কোনও দিন।
ওয়েস্ট ইন্ডিস থেকে ভিভিয়ান রিচার্ডস তাঁর কন্যার বিয়েতে উপস্থিত হয়েছিলেন। প্রাক্তন ক্রিকেটার তাঁর স্ত্রী, কন্যাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিসেই থাকেন। কিন্তু নীনার সঙ্গে বা মাসাবার সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন চিরকাল। নীনাকে বিয়ে করে সংসার না করলেও মেয়ের দায়িত্ব নিতে অস্বীকার করেননি কোনও দিন।
advertisement
4/10
অন্য দিকে নীনা এবং তাঁর স্বামী বিবেক মেহরাও মাসাবার বিয়েতে উপস্থিত ছিলেন। মেয়ের বাবা ভিভের উপস্থিতি কাউকে অস্বস্তি দেয়নি। গোটা পরিবার মিলে সমীকরণের জটিলতা ভুলে অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।
অন্য দিকে নীনা এবং তাঁর স্বামী বিবেক মেহরাও মাসাবার বিয়েতে উপস্থিত ছিলেন। মেয়ের বাবা ভিভের উপস্থিতি কাউকে অস্বস্তি দেয়নি। গোটা পরিবার মিলে সমীকরণের জটিলতা ভুলে অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।
advertisement
5/10
মাসাবার ডিজাইন করা ব্রাইডাল কালেকশন থেকেই নিজেদের বিয়ের পোশাক বেছে নিয়েছেন দম্পতি। সাক্ষাৎকারে মাসাবা জানান, তাঁরা দু’জনেই চেয়েছিলেন খুব ছোট অনুষ্ঠান করে ঘনিষ্ঠদের মাঝে বিয়ে সারবেন। অতি আড়ম্বরে বিশ্বাসী নন তাঁরা।
মাসাবার ডিজাইন করা ব্রাইডাল কালেকশন থেকেই নিজেদের বিয়ের পোশাক বেছে নিয়েছেন দম্পতি। সাক্ষাৎকারে মাসাবা জানান, তাঁরা দু’জনেই চেয়েছিলেন খুব ছোট অনুষ্ঠান করে ঘনিষ্ঠদের মাঝে বিয়ে সারবেন। অতি আড়ম্বরে বিশ্বাসী নন তাঁরা।
advertisement
6/10
যদিও পরে একটি পার্টির আয়োজন করবেন নবদম্পতি। যেখানে উপস্থিত থাকবেন ৮০-৯০ জন। তাও কেবলমাত্র খুব ঘনিষ্ঠ বন্ধুদের জন্য। বলিউডের বাকি বিয়ের সঙ্গে যার মিল প্রায় নেই বললেই চলে।
যদিও পরে একটি পার্টির আয়োজন করবেন নবদম্পতি। যেখানে উপস্থিত থাকবেন ৮০-৯০ জন। তাও কেবলমাত্র খুব ঘনিষ্ঠ বন্ধুদের জন্য। বলিউডের বাকি বিয়ের সঙ্গে যার মিল প্রায় নেই বললেই চলে।
advertisement
7/10
তার কারণ স্পষ্ট করে জানালেন নীনা-কন্যা। অত্যধিক টাকা খরচ করে বিয়ে করার ইচ্ছে ছিল না তাঁদের কারওরই। তার নেপথ্যে বড় কারণ, দু’জবনেই তাঁদের আগের বিয়ের সময়ে বিপুল টাকা খরচ করেছিলেন।
তার কারণ স্পষ্ট করে জানালেন নীনা-কন্যা। অত্যধিক টাকা খরচ করে বিয়ে করার ইচ্ছে ছিল না তাঁদের কারওরই। তার নেপথ্যে বড় কারণ, দু’জবনেই তাঁদের আগের বিয়ের সময়ে বিপুল টাকা খরচ করেছিলেন।
advertisement
8/10
সে প্রসঙ্গে তুলে মাসাবা বললেন, ‘‘আমরা দু’জনেই আগে এই পরিমাণ খরচ করে বিয়ে করেছি। কিন্তু দেখেছি শেষ পর্যন্ত এসবের কোনও মানে নেই। তাই নিজেদের গুরুত্বপূর্ণ দিনে কেবল কাছের মানুষদের থাকাটাই প্রয়োজন।’’
সে প্রসঙ্গে তুলে মাসাবা বললেন, ‘‘আমরা দু’জনেই আগে এই পরিমাণ খরচ করে বিয়ে করেছি। কিন্তু দেখেছি শেষ পর্যন্ত এসবের কোনও মানে নেই। তাই নিজেদের গুরুত্বপূর্ণ দিনে কেবল কাছের মানুষদের থাকাটাই প্রয়োজন।’’
advertisement
9/10
‘মাসাবা মাসাবা’ ওয়েবসিরিজ করার সময়েই তাঁদের প্রেমের সূচনা। যেখানে মাসাবার প্রাক্তন স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন সত্যদীপ। তার পরেই বন্ধুত্ব আর প্রেম। তার আগে মাসাবা বিয়ে করেছিলেন মধু মনতেনাকে। সত্যদীপ বিয়ে করেছিলেন অদিতি রাও হায়দরিকে। সেই বিয়ে দু’টির একটিও টেকেনি।
‘মাসাবা মাসাবা’ ওয়েবসিরিজ করার সময়েই তাঁদের প্রেমের সূচনা। যেখানে মাসাবার প্রাক্তন স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন সত্যদীপ। তার পরেই বন্ধুত্ব আর প্রেম। তার আগে মাসাবা বিয়ে করেছিলেন মধু মনতেনাকে। সত্যদীপ বিয়ে করেছিলেন অদিতি রাও হায়দরিকে। সেই বিয়ে দু’টির একটিও টেকেনি।
advertisement
10/10
তাই এবার নিজেদের প্রেমের সাক্ষী রাখলেন হাতেগোনা কয়েকটি মানুষকেই। সাজের মধ্যেও অতি আড়ম্বর ছিল না। রীতি, আচার-অনুষ্ঠান মেনেও বিয়ে করেননি তাঁরা। কেবল সই করে নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন প্রেমিক-প্রেমিকা।
তাই এবার নিজেদের প্রেমের সাক্ষী রাখলেন হাতেগোনা কয়েকটি মানুষকেই। সাজের মধ্যেও অতি আড়ম্বর ছিল না। রীতি, আচার-অনুষ্ঠান মেনেও বিয়ে করেননি তাঁরা। কেবল সই করে নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন প্রেমিক-প্রেমিকা।
advertisement
advertisement
advertisement