ওয়েস্ট ইন্ডিস থেকে ভিভিয়ান রিচার্ডস তাঁর কন্যার বিয়েতে উপস্থিত হয়েছিলেন। প্রাক্তন ক্রিকেটার তাঁর স্ত্রী, কন্যাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিসেই থাকেন। কিন্তু নীনার সঙ্গে বা মাসাবার সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন চিরকাল। নীনাকে বিয়ে করে সংসার না করলেও মেয়ের দায়িত্ব নিতে অস্বীকার করেননি কোনও দিন।