Akshay Kumar-Raveena Tandon Love Story: বাগদান হয়েছিল! অক্ষয়ের এক প্রস্তাব শুনেই সম্পর্ক ভাঙেন রবীনা, প্রকাশ্যে আসল ঘটনা

Last Updated:

Akshay Kumar-Raveena Tandon Love Story: অভিনয় থেকে দু'বছরের বিরতি নিয়েছিলেন রবীনা। বিয়ের পর আলোকবৃত্ত থেকে দূরে সাদামাঠা জীবন যাপন করতে চেয়েছিলেন অভিনেত্রী।

কলকাতা: পর্দায় তাঁদের রসায়ন ছিল দেখার মতো। বক্স অফিসেও নজির গড়েছিল তাঁদের জুটি। ‘ম্যায় খিলাড়ি তু আনারি’, ‘মোহরা’-র মতো সফল ছবিতে ঝড় তুলেছিল তাঁদের রসায়ন। সেই অক্ষয় কুমার এবং রবীনা টন্ডনের পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে। একসঙ্গে জীবন কাটানোর পরিকল্পনা করেছিলেন নায়ক-নায়িকা। বাগদানও সারা হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ তাসের ঘরের মতো ভেঙে যায় তাঁদের সম্পর্ক।
অভিনয় থেকে দু’বছরের বিরতি নিয়েছিলেন রবীনা। বিয়ের পর আলোকবৃত্ত থেকে দূরে সাদামাঠা জীবন যাপন করতে চেয়েছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা আমার সচেতন সিদ্ধান্ত ছিল। এক পরিচিতের সঙ্গে আমার বাগদান হয়েছিল। এটাই আমি চেয়েছিলাম। একটা সাধারণ জীবন। আমি আগেই অভিনয় ছেড়ে দিয়েছিলাম কারণ আমরা ভেবেছিলাম, আমার শ্যুটের শেষ দিনই বিয়ে করব।”
advertisement
advertisement
advertisement
পরবর্তীতে যদিও ফের কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন রবীনা। কিন্তু অভিনেত্রীর ভালবাসার মানুষ সেই সিদ্ধান্তে বিশেষ খুশি ছিলেন না। অক্ষয়ের নাম না নিয়েই অভিনেত্রী বলেন, “যখন আমি অভিনয় শুরু করলাম, ও আবার তা ছেড়ে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি বলেছিলাম, একবার কেরিয়ার ত্যাগ করে ওকে বেছে নিয়েছি। এ বার আমি কেরিয়ারকে বেছে নেব।”
advertisement
অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০০৪ সালে অনীল থাডানিকে বিয়ে করেন রবীনা। আপাতত পরিবার সামলানোর পাশাপাশি চুটিয়ে কাজও করছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay Kumar-Raveena Tandon Love Story: বাগদান হয়েছিল! অক্ষয়ের এক প্রস্তাব শুনেই সম্পর্ক ভাঙেন রবীনা, প্রকাশ্যে আসল ঘটনা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement