কলকাতা: পর্দায় তাঁদের রসায়ন ছিল দেখার মতো। বক্স অফিসেও নজির গড়েছিল তাঁদের জুটি। ‘ম্যায় খিলাড়ি তু আনারি’, ‘মোহরা’-র মতো সফল ছবিতে ঝড় তুলেছিল তাঁদের রসায়ন। সেই অক্ষয় কুমার এবং রবীনা টন্ডনের পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে। একসঙ্গে জীবন কাটানোর পরিকল্পনা করেছিলেন নায়ক-নায়িকা। বাগদানও সারা হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ তাসের ঘরের মতো ভেঙে যায় তাঁদের সম্পর্ক।
অভিনয় থেকে দু’বছরের বিরতি নিয়েছিলেন রবীনা। বিয়ের পর আলোকবৃত্ত থেকে দূরে সাদামাঠা জীবন যাপন করতে চেয়েছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা আমার সচেতন সিদ্ধান্ত ছিল। এক পরিচিতের সঙ্গে আমার বাগদান হয়েছিল। এটাই আমি চেয়েছিলাম। একটা সাধারণ জীবন। আমি আগেই অভিনয় ছেড়ে দিয়েছিলাম কারণ আমরা ভেবেছিলাম, আমার শ্যুটের শেষ দিনই বিয়ে করব।”
আরও পড়ুন: ‘গান্ধিজির মতোই আপনিও…’, কর্ণাটকে কংগ্রেসের জয়ের পর রাহুলকে শুভেচ্ছা কমলের
আরও পড়ুন: Shocking! প্রথম ডেটিংয়ে ‘সহবাস’, আপত্তি নেই প্রিয়াঙ্কার, তারপর যা হল…
পরবর্তীতে যদিও ফের কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন রবীনা। কিন্তু অভিনেত্রীর ভালবাসার মানুষ সেই সিদ্ধান্তে বিশেষ খুশি ছিলেন না। অক্ষয়ের নাম না নিয়েই অভিনেত্রী বলেন, “যখন আমি অভিনয় শুরু করলাম, ও আবার তা ছেড়ে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি বলেছিলাম, একবার কেরিয়ার ত্যাগ করে ওকে বেছে নিয়েছি। এ বার আমি কেরিয়ারকে বেছে নেব।”
অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০০৪ সালে অনীল থাডানিকে বিয়ে করেন রবীনা। আপাতত পরিবার সামলানোর পাশাপাশি চুটিয়ে কাজও করছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।