Priyanka Chopra: Shocking! প্রথম ডেটিংয়ে 'সহবাস', আপত্তি নেই প্রিয়াঙ্কার, তারপর যা হল...

Last Updated:
Priyanka Chopra: সম্প্রতি জনপ্রিয় টক শো 'ওয়াচ হোয়াট হ্যাপনেস উইথ অ্যান্ডি কোহেন' -এ হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ সেখানেই সাহসী প্রশ্নের জবাব দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন নায়িকা৷
1/7
 প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা সর্বদাই তুঙ্গে থাকে৷ কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন সর্বদাই শিরোনামে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া৷ বলিউডের গন্ডি পেরিয়ে এখন হলিউডের পরিচিত মুখ তিনি৷
প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা সর্বদাই তুঙ্গে থাকে৷ কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন সর্বদাই শিরোনামে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া৷ বলিউডের গন্ডি পেরিয়ে এখন হলিউডের পরিচিত মুখ তিনি৷
advertisement
2/7
সংসার-সন্তান সবটা সামলে অভিনয়টাও সমান তালে চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ তার উপর কোলে এসেছে মেয়ে মালতী৷ কর্মজগতের ব্যস্ততার মধ্যেও তাকে নিয়েও সময় কাটছে প্রিয়াঙ্কার৷
সংসার-সন্তান সবটা সামলে অভিনয়টাও সমান তালে চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ তার উপর কোলে এসেছে মেয়ে মালতী৷ কর্মজগতের ব্যস্ততার মধ্যেও তাকে নিয়েও সময় কাটছে প্রিয়াঙ্কার৷
advertisement
3/7
হাজারো কাজের ব্যস্ততার মধ্যে শনিবার ভোরেই ভারতে উড়ে এসেছেন দেশি গার্ল৷ জানা গিয়েছে, বোন পরিণীতি চোপড়ার এনগেজমেন্টের অনুষ্ঠানে যোগ দিতেই তিনি এদেশে এসেছেন৷ এয়ারপোর্ট লুক ইতিমধ্যেই ভাইরাল৷
হাজারো কাজের ব্যস্ততার মধ্যে শনিবার ভোরেই ভারতে উড়ে এসেছেন দেশি গার্ল৷ জানা গিয়েছে, বোন পরিণীতি চোপড়ার এনগেজমেন্টের অনুষ্ঠানে যোগ দিতেই তিনি এদেশে এসেছেন৷ এয়ারপোর্ট লুক ইতিমধ্যেই ভাইরাল৷
advertisement
4/7
 সদ্যই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড ছবি 'লাভ এগেন'৷ এই ছবিতে স্যাম হিউগ্যানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে৷ ছবির প্রচারে রীতিমতো ঝড় তুলেছেন প্রিয়াঙ্কা ও স্যাম৷ কেউ কাউকে একচুল জমি থাকতে নারাজ৷
সদ্যই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড ছবি 'লাভ এগেন'৷ এই ছবিতে স্যাম হিউগ্যানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে৷ ছবির প্রচারে রীতিমতো ঝড় তুলেছেন প্রিয়াঙ্কা ও স্যাম৷ কেউ কাউকে একচুল জমি থাকতে নারাজ৷
advertisement
5/7
 সম্প্রতি জনপ্রিয় টক শো 'ওয়াচ হোয়াট হ্যাপনেস উইথ অ্যান্ডি কোহেন' -এ হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ সেখানেই সাহসী প্রশ্নের জবাব দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন নায়িকা৷
সম্প্রতি জনপ্রিয় টক শো 'ওয়াচ হোয়াট হ্যাপনেস উইথ অ্যান্ডি কোহেন' -এ হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ সেখানেই সাহসী প্রশ্নের জবাব দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন নায়িকা৷
advertisement
6/7
প্রিয়াঙ্কা জানিয়েছেন, প্রথমবার ডেটে গিয়ে পার্টনারের সঙ্গ সহবাস করলে এতে আপত্তির কিছু নেই, এমনটা হতেই পারে৷ তবে ওরাল সেক্স ও চিজ কোনটা বাদ দেবেন জীবন থেকে তা শুনেই হেসে গড়িয়ে ফেলেন নায়িকা৷
প্রিয়াঙ্কা জানিয়েছেন, প্রথমবার ডেটে গিয়ে পার্টনারের সঙ্গ সহবাস করলে এতে আপত্তির কিছু নেই, এমনটা হতেই পারে৷ তবে ওরাল সেক্স ও চিজ কোনটা বাদ দেবেন জীবন থেকে তা শুনেই হেসে গড়িয়ে ফেলেন নায়িকা৷
advertisement
7/7
 কো-স্টার স্যামের সঙ্গে সুর মিলিয়ে প্রিয়াঙ্কা পরে বলেন, ওরাল সেক্স নয়, চিজটাই আগে ছাড়তে চাইবেন তিনি৷ এমনকী বিখ্যাত হওয়ার পর নগ্ন ছবি পার্টনারকে পাঠানো নিয়েও কোনও আপত্তি নেই নায়িকার৷
কো-স্টার স্যামের সঙ্গে সুর মিলিয়ে প্রিয়াঙ্কা পরে বলেন, ওরাল সেক্স নয়, চিজটাই আগে ছাড়তে চাইবেন তিনি৷ এমনকী বিখ্যাত হওয়ার পর নগ্ন ছবি পার্টনারকে পাঠানো নিয়েও কোনও আপত্তি নেই নায়িকার৷
advertisement
advertisement
advertisement