Mouni Roy wedding : সাতপাকে বাঁধা পড়লেন মৌনি! বিয়ের প্রথম ভিডিও প্রকাশ্যে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Mouni Roy wedding : বুধবার থেকে শুরু হয়েছিল মৌনি রায়ের প্রি-ওয়েডিং সেরেমনি। আর আজ তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে এল।
#গোয়া: আজ বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy wedding)। গোয়ায় সকাল সকাল সুরজ নাম্বিয়ার সঙ্গে বিয়ের আসর বসেছিল মৌনির। গতকাল অর্থাৎ বুধবার থেকে শুরু হয়েছিল মৌনি রায়ের প্রি-ওয়েডিং সেরেমনি। আর আজ তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে এল। গায়ক মনমীত সিং ও মিট ব্রোস প্রথম বিয়ের ছবি প্রকাশ করেন। দক্ষিণ ভারতীয় মতে বিয়ে সম্পন্ন করেছেন মৌনি ও সুরজ।
বিয়ের জন্য মৌনি (Mouni Roy wedding) বেছে নিয়েছেন লাল ও সোনালি পাড়ের একটি সাদা শাড়ি। সঙ্গে লাল ব্লাউজ। গয়না ও পোশাক সব মিলিয়ে সাবেকি দক্ষিণ ভারতীয় সাজ আজকের জন্য বেছে নিয়েছিলেন বঙ্গ তনয়া। মাথায় বেঁধেছিলেন গজরা এবং সাজের সঙ্গে মেক আপও ছিল মানানসই।
মনমীত ও মিট ব্রোস ছাড়াও মৌনির বেশ কয়েকটি ফ্যান পেজ তাঁর বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। বিয়েতে সুরজ পরেছিলেন বেজ রঙের একটি কুর্তা ও সাদা ধুতি। একটি ছবিতে মৌনির গলায় মঙ্গলসূত্র বেঁধে দিতে দেখা যাচ্ছে সুরজকে। মালাবদলের একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
advertisement
advertisement
তবে শুধু মালয়লি রীতিতে নয়। এর পরে বাঙালি রীতিতেও বিয়ে করবেন মৌনি (Mouni Roy wedding) ও সুরজ। গোয়ায় মৌনির বিয়েতে উপস্থিত থাকছেন মন্দিরা বেদি, আশকা গোরাদিয়া, এবং অর্জুন বিজলানি। গতকাল নিজেই সুরজের সঙ্গে একটি ছবি শেয়ার করে মৌনি তার ক্যাপশনে লেখেন, "এভরিথিং। হরি ওম। ওম নমঃ শিবায়।" সেই ছবিতে লাল শাড়িতে দেখা যাচ্ছে মৌনিকে এবং সুরজ পরেছেন সাাদা কুর্তা।
advertisement
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই মৌনি ও সুরজের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। মৌনির বর সুরজ পেশায় একজন শিল্পপতি। বিয়ের আগের দিন হয়েছে মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান। সেই ছবিও প্রকাশ্যে এসেছে। মৌনিকে এই ছবিতে দেখা গিয়েছে হলুদ রঙের লেহেঙ্গা চোলিতে। ছবিতে একের পর এক ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় তারকা মৌনি রায়কে ৷
advertisement
আগে শুনতে পাওয়া যাচ্ছিল মৌনি রায়ের বিয়ে দুবাইয়ে হবে ৷ তারপরেই ওয়েডিং জেস্টিনেশন পরিবর্তিত হয়। শেষ পর্যন্ত ভারতের গোয়াতেই বিয়ে করলেন মৌনি। করোনার (Coronavirus Third Wave) প্রকোপে করোনা বিধি মেনে বিয়ে করছেন মৌনি ও সূরজ ৷ নিমন্ত্রিতদের তালিকায় অনেকটাই কাটছাঁট করা হয়েছে । তাছাডা়ও অতিথিদের জন্য একটি শর্ত দেওয়া হয়েছিল। বিয়েবাড়িতে অতিথিদের আসতে হলে আরটি-পিসিআর (RT-PCR test) পরীক্ষা করে তবেই আসতে পারবেন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2022 12:31 PM IST