Malaika Arora-Arbaaz Khan: ৫৬-তে দ্বিতীয় বিয়ে প্রাক্তন স্বামীর! তারপরেই এ কী পোস্ট মালাইকার? মুহূর্তে ভাইরাল

Last Updated:

আরবাজের দ্বিতীয় বিয়ের পরে হ‍ঠাত্‍ করে কেন এমন পোস্ট করলেন মালাইকা

৫৬-তে দ্বিতীয় বিয়ে প্রাক্তন স্বামীর! তারপরেই এ কী পোস্ট মালাইকার? মুহূর্তে ভাইরাল
৫৬-তে দ্বিতীয় বিয়ে প্রাক্তন স্বামীর! তারপরেই এ কী পোস্ট মালাইকার? মুহূর্তে ভাইরাল
৫৬ বছর বয়সে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন আরবাজ খান। দ্বিতীয়বার বিয়ে করলেন অভিনেতা। সেলিব্রিটি মেকআপ শিল্পী শুরা খানকে বিয়ে করেছেন সলমন খানের ভাই। মালাইকা অরোরার সঙ্গে ২০১৭ সালে বহুবছরের দাম্পত‍্যে ইতি টানেন তিনি। তবে আরবাজের দ্বিতীয় বিয়ের পরে হ‍ঠাত্‍ করে কেন এমন পোস্ট করলেন মালাইকা।
রবিবার, ২৪ ডিসেম্বর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধলেন আরবাজ এবং শুরা। বোন অর্পিতা খানের বাড়িতে বিয়ের আসর বসেছিল। বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, বোন আলভিরা অগ্নিহোত্রীকে দেখা গিয়েছিল বিয়ের আসরে পৌঁছতে।
advertisement
advertisement
বৃহস্পতিবার 4amthoughts.official নামে একটি হ্যান্ডেল থেকে একটি বার্তা পুনরায় পোস্ট করেন মালাইকা। পোস্টের অর্থ, ‘‘আমি জেগে উঠলাম। আমার পরার কাপড় আছে। খাওয়ার জল আছে। খাবার রয়েছে। আমি এতেই ধ‍ন‍্য।’’
মালাইকার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আরবাজের বিয়ের পর এই পোস্ট ইঙ্গিত বহ বলেই মনে করছেন নেটপাড়া।
প্রসঙ্গত আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। দু’জনে প্রেম নিয়ে বলিপাড়ায় চর্চাও কম নয়। মাঝেমধ‍্যেই মালাইকা-অর্জুনের বিয়ের গুঞ্জন শোনা গেলেও এ নিয়ে এখনও মুখ খোলেননি অর্জুন বা মালাইকা কেউই।
advertisement
তবে, ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে এসে অর্জুন বলেন, ‘‘তোমার শো-তে এসে আমি সত্যি কথাই বলবো৷ আমার মনে হয় ওকে(মালাইকা) ছাড়া এখানে বসে আমাদের ভবিষ্যত নিয়ে আমার কিছু বলা উচিত৷ আমার মনে হয় সেটা অন্যায় হবে৷ আমরা কোনও সিদ্ধান্ত নিলে দু’জনে একসঙ্গেই জানাব।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Malaika Arora-Arbaaz Khan: ৫৬-তে দ্বিতীয় বিয়ে প্রাক্তন স্বামীর! তারপরেই এ কী পোস্ট মালাইকার? মুহূর্তে ভাইরাল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement