Arbaaz Khan Wedding: রবীনার মেকআপ আর্টিস্টকে বিয়ে ৫৭ বছরের আরবাজের, উদ্দাম নাচ মালাইকার প্রাক্তনের, বিয়ের পর এল প্রথম ঝলক

Last Updated:

Arbaaz Khan Wedding: ১৯৯৮ সালে মালাইকার সঙ্গে গাঁটছড়া বাঁধা। তারপরও দীর্ঘদিনের সংসার টেকেনি আরবাজের। ২০১৭ সালে পাকাপাকি ভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। ওদিকে মালাইকাও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান।

ফের বিয়ে করলেন আরবাজ খান
ফের বিয়ে করলেন আরবাজ খান
মুম্বই: বিয়ে করলেন আরবাজ খান। ৫৬ বছরের অভিনেতার নতুন ইনিংস শুরু। ৪১ বছর বয়সি মেকআপ শিল্পী সুরা খানের সঙ্গে নতুন দাম্পত্য শুরু করলেন সলমন খানের ভাই। কখন আসবে নবদম্পতির ছবি, তারই অপেক্ষায় বলিপ্রেমীরা। আজ, ২৪ ডিসেম্বর, বড়দিনের প্রাক লগ্নে ‘বড়দিন’ শুরু হচ্ছে বলি তারকার। ফের সংসার পাতার জন্য প্রস্তুত মালাইকা অরোরার প্রাক্তন স্বামী। পরিবার এবং অন্যান্য ঘনিষ্ঠের উপস্থিতিতে বিয়ে সারলেন আরবাজ।
বোন অর্পিতা খানের বাড়িতে বিয়ের আসর বসেছিল। বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, বোন আলভিরা অগ্নিহোত্রীকে দেখা গিয়েছিল বিয়ের আসরে পৌঁছতে। ভারতীয় পোশাকে সেজেছেন সকলে। এছাড়া সলমন এবং সোহেল, আরবাজ-পুত্র আরহান ছিলেন বিয়েতে।
advertisement
advertisement
advertisement
রবিবার সন্ধ্যায় রবীনা ট্যান্ডন নিজের প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে লেখা, ‘মিস্টার অ্যান্ড মিসেস খানকে অনেক অভিনন্দন।’ ভিডিওতে দেখা যাচ্ছে, ‘অভি তো পার্টি শুরু হুই হ্যায়’ গানে নাচ করছেন আরবাজ। তাল মিলিয়েছেন রবীনাও। সূত্রের খবর, রবীনা এবং তাঁর মেয়ের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট সুরা। পটনা শুক্লা ছবিতে কাজ করার সময়েই ঘনিষ্ঠতা বেড়েছে আরবাজ এবং সুরার।
advertisement
ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর এসেছিল সম্প্রতিই। তারপরেই রটে যায়, আরবাজ বিয়ে করবেন। পাত্রীও গিয়েছে পাল্টে।
১৯৯৮ সালে মালাইকা আরোরার সঙ্গে গাঁটছড়া বাঁধা। তারপরও দীর্ঘদিনের সংসার টেকেনি আরবাজের। ২০১৭ সালে পাকাপাকি ভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। ওদিকে মালাইকাও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান। যদিও তিক্ততা ভুলে দু’জনেই ছেলে আরহানকে লালন পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arbaaz Khan Wedding: রবীনার মেকআপ আর্টিস্টকে বিয়ে ৫৭ বছরের আরবাজের, উদ্দাম নাচ মালাইকার প্রাক্তনের, বিয়ের পর এল প্রথম ঝলক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement