Lakshmikantapur Local: তিন পরিবার, তিন গৃহকর্মী, সমাজ বাস্তবতার দর্পণ হয়ে ধরা দিল ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর প্রথম ঝলক
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
লক্ষ্মীকান্তপুর লোকাল কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত তিনটি ভিন্ন পরিবার, তাদের সঙ্কট এবং তিন গৃহকর্মীর কথা পর্দায় তুলে ধরবে।
কলকাতা: বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির সাফল্যের রেশ অস্তমিত হতেই সমাজ বাস্তবতার আরেক দিক রুপোলি পর্দায় তুলে ধরার প্রতিশ্রুতি নিয়ে মুক্তি পেল পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের দ্বিতীয় ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল-এর প্রথম ঝলক। লক্ষ্মীকান্তপুর লোকাল কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত তিনটি ভিন্ন পরিবার, তাদের সঙ্কট এবং তিন গৃহকর্মীর কথা পর্দায় তুলে ধরবে।
ছবিতে দেখা যাবে শহরের তিনটি ভিন্ন স্থানে অবস্থিত তিন দম্পতি তাদের স্বপ্ন পূরণের জন্য লড়াই করছে। তিনটি পরিবারই জীবনে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়, যেখানে তাদের একজন গৃহকর্মী নিয়োগ করা ছাড়া আর কোনও বিকল্প থাকে না।

advertisement
advertisement
ছবিটি লক্ষ্মীকান্তপুর থেকে কলকাতায় আসা গৃহকর্মীদের চোখ এবং হৃদয় দিয়ে সম্পর্কের বিভিন্ন স্তর দেখার চেষ্টা করে। কীভাবে এই গৃহকর্মীরা পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এবং সমাজের একটি গুরুত্বপূর্ণ কাঠামোও, তা-ই এই ছবির প্রাণ।

ছবিটি পরিচালক ও ধারণা রামকমল মুখোপাধ্যায়ের। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, সঙ্গীতা সিনহা, সায়নী ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, জন ভট্টাচার্য, রাজনন্দিনী পাল প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে অ্যাঞ্জেলস ক্রিয়েশন, নির্বাহী প্রযোজক সৌমিত্র ভাণ্ডারী।
advertisement

“আমার পরবর্তী বাংলা ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল-এর টিজার শেয়ার করতে পেরে অত্যন্ত আনন্দিত, এটি এমন একটি সিনেমা যা অনেক কারণেই আমার হৃদয়ের খুব কাছের। অ্যাঞ্জেল ক্রিয়েশনের আমার প্রযোজক সঙ্গীতা সিনহা এবং নির্বাহী প্রযোজক সৌমিত্র ভাণ্ডারীর সমর্থন ছাড়া এটি সম্ভব হত না। এই ছবির কাস্ট সম্পর্কে দর্শকদের জন্য অনেক চমক সঞ্চিত রয়েছে, যা আমরা ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশ করব”, বলছেন পরিচালক।
advertisement

ছবিটি নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন প্রযোজক সঙ্গীতা সিনহাও। “সৃজনশীলতা আমার রক্তে সবসময়ই পারিবারিক শিকড়ের সঙ্গে মিশে আছে। সেই অনুপ্রেরণা, সেই আকাঙ্ক্ষা, সেই ভালবাসা, সেই স্বপ্ন সবই লক্ষ্মীকান্তপুর লোকাল-এ একত্রিত হয়েছে। আমার প্রযোজনা সংস্থা অ্যাঞ্জেল ক্রিয়েশন এর আগেও চলচ্চিত্র নির্মাণ করেছে। কিন্তু এবার এত হেভিওয়েট স্টারকাস্ট নিয়ে রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করে পরিপূর্ণতা এসেছে। আমি নিশ্চিত যে সকলের সমর্থন, আশীর্বাদ এবং অক্লান্ত পরিশ্রমের সঙ্গে এই যাত্রা বৃথা যাবে না। আমার আন্তরিক ইচ্ছা লক্ষ্মীকান্তপুর লোকাল দর্শকদের হৃদয়ে স্থান করে নেবে। এর সাফল্য আমাকে আরও অনেক ছবি নির্মাণের স্বপ্ন দেখার সাহস জোগাবে। ভবিষ্যতে দর্শকের ভালবাসাই আমার সবচেয়ে বড় শক্তি”, বলছেন সঙ্গীতা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2025 5:15 PM IST