‘সাইয়ারা’ থেকে ‘কুলি’ - চলতি মাসেই OTT-তে আসছে বহু প্রতীক্ষিত ৫টি ছবি, কবে কোথায় কোন ফিল্মের স্ট্রিমিং হচ্ছে? দেখে নিন একনজরে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
উঠতি তারকাদের দুর্ধর্ষ ডেবিউ ফিল্ম থেকে শুরু করে অ্যাকশন থ্রিলার - কী নেই সেই তালিকায়! যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিগুলি দেখার সুযোগ পাননি, তাঁরা ওটিটি স্ট্রিমিংয়েই দেখে নিতে পারবেন সেই ছবিগুলি।
ইতিমধ্যেই সেপ্টেম্বর মাস পড়ে গিয়েছে। আর চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্মগুলিতে উঠতে চলেছে বিনোদনের ঝড়। কারণ এখানে মুক্তির জন্য একাধিক বড় ব্যানারের ছবির লাইন-আপ রয়েছে। উঠতি তারকাদের দুর্ধর্ষ ডেবিউ ফিল্ম থেকে শুরু করে অ্যাকশন থ্রিলার - কী নেই সেই তালিকায়! যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিগুলি দেখার সুযোগ পাননি, তাঁরা ওটিটি স্ট্রিমিংয়েই দেখে নিতে পারবেন সেই ছবিগুলি। তাহলে সেপ্টেম্বর মাসে কোন ৫টি বহু প্রতীক্ষিত ছবি ওটিটি-তে আসতে চলেছে, সেটাই একনজরে দেখে নেওয়া যাক।
advertisement
সাইয়ারা’ (Saiyaara): মোহিত সুরি পরিচালিত এই ছবিটি যশ রাজ ফিল্ম স-এর অধীনে প্রযোজিত হয়েছে। ‘সাইয়ারা’ আসলে মিউজিক্যাল রোম্যান্টিক ড্রামা। এই ছবির হাত ধরে ডেবিউ হয়েছে আহান পাণ্ডে এবং অনীত পাড্ডার। বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ছবিটি। এখনও পর্যন্ত চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি এটি। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ভক্তরা Netflix-এ এই ছবিটি দেখতে পাবেন।
advertisement
মালিক’: অ্যাকশন থ্রিলার এই ছবিটি পরিচালনা করেছেন পুলকিত। আর এই ছবির প্রযোজক হলেন কুমার তৌরানি এবং জয় শেওয়াক্রামানি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মনুষি চিল্লরের পাশাপাশি মুখ্য চরিত্রে দেখা গিয়েছে রাজকুমার রাওকে। যদিও বড় পর্দায় এই ছবির ফলাফল মাঝারি। তবে আশা করা হচ্ছে যে, স্ট্রিমিং হলে আরও বেশি দর্শকদের কাছে পৌঁছে যাবে এটি। আগামী ৫ সেপ্টেম্বর Amazon Prime Video-তে মুক্তি পাবে ‘মালিক’।
advertisement
‘কুলি’: প্যান-ইন্ডিয়া তামিল ভাষার অ্যাকশন থ্রিলার ‘কুলি’। এটির লেখক এবং পরিচালক লোকেশ কনাগারাজ। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে সুপারস্টার রজনীকান্তকে। শুধু তা-ই নয়, এই ছবির দুর্ধর্ষ কাস্টে রয়েছেন নাগার্জুনা আক্কিনেনি, শ্রুতি হাসান, সৌবিন শাহির, সত্যারাজ, উপেন্দ্র এবং রচিতা রাম। আর এই ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স ছিল আমির খান এবং পূজা হেগড়ের। প্রেক্ষাগৃহে দাপিয়ে গৌরবের সঙ্গে রাজত্ব করার পর এই ছবিটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে Amazon Prime Video-য়।
advertisement
‘আঁখোঁ কি গুসতাখিয়াঁ’: Zee Studios এবং Mini Films প্রযোজিত এই রোম্যান্টিক ড্রামা ঘরাণার ছবিটির গল্প লিখেছেন মানসী বাগলা। আর পরিচালনা করেছেন সন্তোষ সিং। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে বিক্রান্ত মাসে এবং শানায়া কাপুরকে। আসলে এটাই ছিল শানায়ার প্রথম বড় পর্দার ছবি। ফলে হইচই তো হবেই! আগামী ৫ সেপ্টেম্বর থেকে এটির স্ট্রিমিং শুরু হচ্ছে।
advertisement
‘Inspector Zende’: এই ছবিটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন চিন্ময় মান্ডেলকার। কমেডি থ্রিলার ধারার এই ছবিতে ইনস্পেক্টর মধুকর জেন্ডির ভূমিকায় দেখা গিয়েছে মনোজ বাজপেয়ীকে। এর পাশাপাশি কুখ্যাত সিরিয়াল কিলার চার্লস শোভরাজের চরিত্র দ্বারা অনুপ্রাণিত কার্ল ভোজরাজের চরিত্রে দেখা গিয়েছে জিম সারভ-কে। এই ছবিটি প্রযোজনা করেছেন জয় শেওয়াক্রামানি এবং ওম রাউত। আগামী ৫ সেপ্টেম্বর থেকে Netflix-এ এই ছবির প্রিমিয়ার শুরু হচ্ছে।