‘বাবা কোথাও হাসবেন’! জন্মদিন পালনে কেকের মেয়ে তামারার প্রথম লাইভ গান, সঙ্গে ছিলেন শান
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
KK's daughter Taamara: মে মাসে তাঁর মৃত্যুর পর ২৩ অগাস্ট কেকে-এর প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধাঞ্জলি কনসার্ট অনুষ্ঠিত হয়
#মুম্বই: প্রয়াত গায়ক কেকে-এর মেয়ে তামারা এবং পুত্র নকুল তাঁদের প্রথম পাবলিক গিগ পরিবেশন করেন। কেকে-র মেয়ে ইভেন্ট থেকে একটি ছবি শেয়ার করেছেন। সে তাঁর বাবাকে স্মরণ করেছে তাঁর জন্মদিনের দিনে। মে মাসে তাঁর মৃত্যুর পর ২৩ অগাস্ট কেকে-এর প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধাঞ্জলি কনসার্ট অনুষ্ঠিত হয়।
advertisement
advertisement
ছবিতে তামারা এবং শানকে একসঙ্গে মঞ্চে গান গাইতে দেখা গেছে। ইনস্টাগ্রামে ফটোগুলি শেয়ার করে লিখেছেন, "প্রথম গিগ! একটি দারুণ অভিজ্ঞতা ছিল! আমাদের সঙ্গে যোগদানকারী সমস্ত আশ্চর্যজনক শিল্পীদের ধন্যবাদ! 'এটি ডিস্কো করার সময়' গানটি সত্যিই মজাদার করার জন্য @singer_shaan কাকাকে বিশেষ ধন্যবাদ। বাবা কোথাও হাসছেন! যা ঘটছে তা বিশ্বাস করতে পারছি না এবং বাবা এখানে আমাদের সঙ্গে থাকতে চান, তা থামাতে পারি না।"
advertisement
একজন ভক্ত লিখেছেন, “গত রাতে তোমাকে আর নকুলকে পারফর্ম করতে দেখে খুবই খুশি হয়েছিলেন... অনেকটা মায়াবী রাত পেলাম। তোমার একটি আশ্চর্যজনক ভয়েস রয়েছে... তোমাকে ভালোবাসি তামারা... জ্বলজ্বল করতে থাক”। অন্য একজন মন্তব্য করেছেন, "তোমাদের দুজনেরই এত দুর্দান্ত কণ্ঠস্বর... সেই শক্তি এবং সুর... সব সময় শিহরণ জাগায়... আপনার জন্য একটি দুর্দান্ত গিগ এবং একটি দুর্দান্ত শুরু... আপনার সাক্ষাৎকার দেখেছি। শুভকামনা মেয়ে, কেকে স্যার আপনার মধ্যে আছেন...।"
advertisement
আগের দিন তামারা তাঁর শৈশব থেকে তাঁর প্রয়াত বাবার সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন। তাঁর ৫৪তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছিলেন। এই মাসের শুরুর দিকে বন্ধুত্ব দিবসে, তামারা এবং নকুল ইয়ারোঁ গানের নতুন সংস্করণটির ঝলক শেয়ার করেছিলেন। গানগুলো মূলত প্রয়াত গায়ক কেকে গেয়েছিলেন।
Location :
First Published :
August 26, 2022 12:03 AM IST