নয়া রূপে বিগ-বি! সিনেমায় সঙ্গীত সুরকার হিসেবে আত্মপ্রকাশ অমিতাভের
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan: সঙ্গীত কম্পোজার হিসেবে অমিতাভ বচ্চন অফিসিয়াল আত্মপ্রকাশ করছেন
#মুম্বই: আগামী সিনেমা 'চুপ'-এ সঙ্গীত সুরকার হিসেবে আত্মপ্রকাশ অমিতাভ বচ্চনের। পরিচালক আর বাল্কি ঘটনাটি প্রকাশ করেছেন। ছবিটি ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে।
সিনেমাটি একটি রোমান্টিক সাইকোপ্যাথ থ্রিলার। বাল্কি 'চেনি কম'-এর পরে এই ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন। বৃহস্পতিবার মুক্তির তারিখ প্রকাশ করা হয় পোস্টারে।
একই বিষয়ে কথা বলতে গিয়ে বাল্কি বলেন, “‘চুপ’ একাধিক কারণে বিশেষ। সবচেয়ে বড় কারণ হল সঙ্গীত কম্পোজার হিসেবে অমিতাভ বচ্চন অফিসিয়াল আত্মপ্রকাশ করছেন এখানে।”
advertisement
advertisement
বিগ বি এবং বাল্কির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সুপারস্টার প্রায় সব ছবিতেই তাঁর সঙ্গে কাজ করেছেন।
পরিচালক প্রকাশ করলেন ঠিক কীভাবে বিগ বি সঙ্গীত নিয়ে ভাবলেন। তিনি জানান, "অমিতজি 'চুপ' দেখেছিলেন এবং দেখতে দেখতে তিনি তাঁর পিয়ানোতে একটি সহজাত মূল সুর বাজান। এটি ছিল চলচ্চিত্রের প্রতি তাঁর অনুভূতি প্রকাশ, শ্রদ্ধা জানানোর উপায়। এই রচনাটি ছবিকে তাঁর উপহার, 'চুপ'-এর শেষ টাইটেল ট্র্যাক হবে। আমি মনে করি, এমন কোনও শিল্পী নেই যাঁর সংবেদনশীলতা বচ্চনকে হারাতে পারে এবং 'চুপ'-এ তাঁর স্পর্শ রয়েছে!"
advertisement
ছবিতে অভিনয় করেছেন সানি দেওল, দুলকার সলমান, শ্রেয়া ধনয়ানথারি এবং পূজা ভাট। মূল গল্পটি আর বাল্কির, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন আর বাল্কি, সমালোচক-লেখক রাজা সেন এবং ঋষি ভিরমানি। ছবিটি প্রযোজনা করেছেন প্রয়াত স্টক বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা, অনিল নাইডু, ডক্টর জয়ন্তীলাল গাদা (পেন স্টুডিও) এবং গৌরী শিন্ডে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2022 9:35 PM IST