'তিনি শক্ত এবং রুক্ষভাবে খেলেন'! জন সম্পর্কে এমনটাই বললেন কিং খান

Last Updated:

Shah Rukh Khan: পাঠান-এ জন আব্রাহামকে খলনায়ক হিসেবে কাস্ট করেছেন সিদ্ধান্ত

#মুম্বই: শাহরুখ খান-দীপিকা পাডুকোন অভিনীত ছবি পাঠানে রয়েছে জন আব্রাহাম। অভিনেতা তাঁর সোশ্যাল সাইটে প্রথম লুক শেয়ার করেছেন! পোস্টারটি একজন পুলিশ হিসাবে আব্রাহামের ভূমিকার ইঙ্গিত দেয়। হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি এবং তাঁকে ঘিরে রয়েছে আগুন। পোস্টারটি শেয়ার করে তিনি লিখেছেন, "জীবনকালের মিশন শুরু হতে চলেছে। ২৫ জানুয়ারী, ২০২৩-এ শুধুমাত্র আপনার কাছাকাছি বড় স্ক্রিনে #YRF50 এর সঙ্গে #Pathaan উদযাপন করুন। হিন্দি, তামিল এবং তেলুগুতে মুক্তি পাচ্ছে। @iamsrk @deepikapadukone # সিদ্ধার্থআনন্দ @yrf #5MonthsToPathaan।"
advertisement
advertisement
অন্য একটি পোস্টে, তিনি আরও বলেছেন, "আমি আমার অ্যাকশনকে সমস্ত কথা বলতে দেব।" সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবিটি একাধিক ভাষায় মুক্তি পাবে।
পাঠান-এ জন আব্রাহামকে খলনায়ক হিসেবে কাস্ট করেছেন সিদ্ধান্ত। সিদ্ধার্থ বলেছেন, "জন আব্রাহাম বিরোধী চরিত্রে অভিনয় করেছেন... পাঠানের ভিলেন। আমি সবসময় বিশ্বাস করি যে ভিলেনের পরিমাণও যদি নায়কের চেয়ে বড় না হয়, তাহলে অন্তত এটি করা উচিত। তাঁর সমান।"
advertisement
View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

advertisement
পোস্টারটি শেয়ার করে শাহরুখ খান টুইট করেছেন, "তিনি শক্ত এবং রুক্ষভাবে খেলেন!"
প্রসঙ্গত, শেষ মাসে শাহরুখ খান তাঁর ৩০ বছরের কর্মজীবন বর্ণনা করার সময় পাঠান সিনেমার পোস্টার লঞ্চ করেছিলেন। সিনেমা নিয়ে বলতে গিযে বলিউডের কিং বলেন, "ওড়া, কিক মারা, সহ সিনেমার এক্সপেরিযেন্স ছিল অনবদ্য... আমি আমার জীবনের ২৬-২৭বছরে যা করতে চেয়েছিলাম, তার শখ মিটে গেল এই সিনেমায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'তিনি শক্ত এবং রুক্ষভাবে খেলেন'! জন সম্পর্কে এমনটাই বললেন কিং খান
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement