‘ম্যাডাম স্যার’-এর চরিত্রে ফের শেফালি শাহ! আসছে দিল্লি ক্রাইম সিজন ২
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Delhi Crime Season 2: দিল্লি ক্রাইম সিজন২, সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন শোরনার তনুজ চোপড়া
#মুম্বই: নেটফ্লিক্স ভারতীয় সিরিজ দিল্লী ক্রাইম ২-এর প্রথম ট্রেলার শেয়ার করেছে। নাটকটির সিজন ২, ২৬আগস্ট বিশ্বব্যাপী প্রিমিয়ার হওয়ার কথা।
পুলিশকেন্দ্রিক থ্রিলারের প্রথম সিজনটি মূলত ২০১৯-এ তাক লাগিয়ে দিয়েছিল, সেরা সিরিজের জন্য একটি আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছিল।
advertisement
শেফালি শাহ ডিসিপি বর্তিকা চতুর্বেদী, ওরফে 'ম্যাডাম স্যার' চরিত্রে অভিনয় করেছেন। তিনি তাঁর বিশ্বস্ত দলের সঙ্গে ফিরে এসেছেন দিল্লিতে একের পর এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সমাধান করবেন। ক্রমবর্ধমান জনসাধারণের ভয় এবং মিডিয়ার ভিতি দেখে ম্যাডাম স্যার কিছু কঠিন পথ নিতে পছন্দ করেন। দিল্লি পুলিশ কি সময়মতো এই নির্মম অপরাধীদের খুঁজে বের করতে পারবে?
advertisement
সিরিজটিতে আরও অভিনয় করেছেন রসিকা দুগাল, রাজেশ তাইলাং, আদিল হুসেন, অনুরাগ অরোরা, যশস্বিনী দয়ামা, সিদ্ধার্থ ভরদ্বাজ, গোপাল দত্ত, ডেনজিল স্মিথ, তিলোতমা শোম, যতীন গোস্বামী, ব্যোম যাদব এবং অঙ্কিত শর্মা।
এসকে গ্লোবাল এন্টারটেইনমেন্ট, গোল্ডেন কারাভান এবং ফিল্ম কারাভান ছিলেন প্রযোজনায় তৈরি হয়েছে সিনেমাটি। দিল্লি ক্রাইম সিজন২, সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন শোরনার তনুজ চোপড়া। লেখকরা হলেন মায়াঙ্ক তেওয়ারি, শুভ্র স্বরূপ, বিদিত ত্রিপাঠি, এনসিয়া মির্জা, যুক্তা চাওলা শেখ এবং বিরাট বসোয়া।
advertisement
চোপড়া বলেছেন, “এই মরসুম দিল্লি পুলিশের নৈতিক কোডের তদন্ত করছে। ডিসিপি বর্তিকা চতুর্বেদী এবং দল আগের মরসুম থেকে হিট করেছে। আমরা তাঁদের অনেক কঠিন পছন্দের দেখতে পাব... সেটা পদ্ধতিগত বা মানসিক হোক।"
শাহ আরও বলেছেন, “আমি যে চরিত্রে অভিনয় করেছি তা আমি ভালোবাসি কিন্তু ডিসিপি বর্তিকা চতুর্বেদী সবসময়ই বিশেষ থাকবেন। দিল্লি ক্রাইম নিয়ে খুব গর্বিত। এটা আমার পছন্দের... একজন অভিনেতা হিসেবে, এই ধরনের চরিত্রে অভিনয় করা পরিপূর্ণ। এই সিজনে, দর্শকরা এই পাকা পুলিশ অফিসারদের একটি মানবিক এবং দুর্বল দিক দেখতে পাবেন। আমি গর্ব করে বলতে পারি, দিল্লি ক্রাইম গল্প বলার এবং নৈপুণ্য আর কোথাও দেখতে পাবেন না।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2022 8:09 PM IST