আশ্বিনের শারদ প্রাতে নতুন চমক! প্রথমবার মহিষাসুরমর্দিনী হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত!

Last Updated:

Rituparna Sengupta: এইবার কালার্স বাংলা সেই প্রতিযোগীতায় এনেছে নতুন চমক। মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে...

#কলকাতা: চারিদিকে একটা পুজো পুজো গন্ধ। মহালয়ার সকাল... বিরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া... আশ্বিনের শারদ প্রাতে... আর কিছুদিনেরই অপেক্ষা। তবে মহালয়ার সকালে রেডিওর আওয়াজ শেষ হলেও যেন আশ মেটে না। মনে হয় আরেকটু দেখি, তখন আমরা টিভিটা চালিয়ে মহালয়া দেখতে বসি। আগে শুধু দূরদর্শনে সম্প্রচারিত হলেও, বর্তমানে প্রথম সারির চ্যানেলগুলিতে দেখা যায় মহালয়া।
advertisement
advertisement
মহলয়ার দিন চ্যানেলগুলিতে প্রতিযোগীতায় টক্কর হয় হাড্ডাহাড্ডি। কার মহালয়া বেশি কালারফুল করা যায়... এইবার কালার্স বাংলা সেই প্রতিযোগীতায় এনেছে নতুন চমক। মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। প্রথমবার মহালয়ায়, কোনও টেলিভিশনে দেবী দুর্গা সাজবেন অভিনেত্রী। সম্প্রতি রাজ্যসরকারের থেকে বঙ্গবিভূষণ উপাধি পেয়েছেন নায়িকা। টলিউড ইন্ডাস্ট্রিতে বহুবছর সফল অভিনয় কেরিয়ার তাঁর, তবে এইবারে একেবারে নবরূপে নায়িকা।
advertisement
কালার্স বাংলার সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দেখা গিয়েছে 'মহিষাসুরমর্দিনী'-এর ঝলক। ঋতুপর্ণা ছাড়াও দেবীর বিভিন্ন রূপে থাকছেন আরও অনেকে। দেবী কমলা- ডোনা ভৌমিক (Dona Bhowmick), দেবী বগোলা- তিতিক্ষা দাস (Titiksha Das), দেবী ভুবনেশ্বরী- অদ্রিজা রায় (Adrija Roy), দেবী ত্রিপুরাসুন্দরী- দেবলীনা দত্ত (Debleena Dutta), দেবী ভৈরবী- রিমঝিম মিত্র (Rimjhim Mitra), দেবী কালী- শ্রুতি দাস (Shruti Das), দেবী চিন্নামস্তা- দেবাদৃতা বসু (Debadrita Basu), মা তারা- সংঘমিত্রা তালুকদার (Sanghamitra Talukdar), দেবী মাতঙ্গী- ঐন্দ্রিলা শর্মা (Oindrilla Sharma), দেবী ধুমাবতী- সৈরিতি বন্দ্যোপাধ্যায় (Sairity Banerjee)।
advertisement
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের দুর্গাপুজো (Durga Puja 2022) শুরু অক্টোবরের একেবারে প্রথম দিনেই। মহালয়া (Mahalaya 2022) পড়েছে ২৫ সেপ্টেম্বর, রবিবার। ২০২২ সালের শুক্রবার ৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমী। সেদিন থেকেই বাঙালির পুজো (Durga Puja 2022) শুরু।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আশ্বিনের শারদ প্রাতে নতুন চমক! প্রথমবার মহিষাসুরমর্দিনী হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement