পুজোর ছুটিতে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'-এর রহস্যভেদ করতে আসছে সোনাদা!
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Karnasubarner Guptodhon: এবার পুজো তে... সোনা দা-আবির-ঝিনুকের নতুন অ্যাডভেঞ্চার...
#কলকাতা: এইবার পুজোয় ফের সোনাদা। দুর্গেশগড়ের গুপ্তধনের পর আরেকবার ইতিহাসের অধ্যাপক সুবর্ণ সেন। আবির চট্টোপাধ্যায় অর্থাৎ পর্দার সোনাদা যেভাবে চরিত্রটিকে ফুটিয়ে তোলেন, তা ফেলুদা, ব্যোমকেশ থেকে একেবারেই আলাদা। অন্যদিকে রয়েছে অর্জুন চক্রবর্তী ও ঈশা সাহার অনবদ্য রসায়ন। আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সিনেমার টিজার মুক্তি পেয়েছে আজ, ২৫ অগাস্ট। দর্শকদের মাঝে ইতিমধ্য়েই তৈরি হয়েছে অন্যরকম এক উন্মাদনা।
advertisement
advertisement
আজ সকালে ইনস্টাগ্রামে ছবির প্রথম লুক প্রকাশ করেছেন আবির চট্টোপাধ্যায়। ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে ক্যাপশনে লিখেছেন, "এবার পুজো তে... সোনা দা-আবির-ঝিনুকের নতুন অ্যাডভেঞ্চার, #KarnasubarnerGuptodhon আসছে ৩০শে সেপ্টেম্বর।"
'গুপ্তধনের সন্ধানে', 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর পর তৃতীয় সিনেমা 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। এইবার একেবারেই পাকাপাকি জায়গা করে নিয়েছে সোনাদা, বাংলা সিনেমা খুঁজে পেল এক নতুন গোয়েন্দাকে। আবির চট্টোপাধ্যায় সোনাদা হিসেবে আলাদা এক পরিচিতি তৈরি করেছেন। অন্যদিকে অর্জুন চক্রবর্তী ও ইশা সাহার রসায়নও অনবদ্য। ফলে পুজোয় বাংলার ছবির দর্শকদের জন্য সুখবরই বটে।
advertisement
ছবির খবর পাওয়া গিয়েছিল বুধবার রাতেই। আজ সকালে, বৃহস্পতিবার এল ছবির প্রথম লুক। ৩০ সেপ্টেম্বরই শুভমুক্তি। স্কুল-কলেজের পুজোর ছুটি পড়লেই সিনেমার টিকিট কাটার পালা। এইবার দুর্গাপুজো একেবারেই জমজমাট।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2022 2:44 PM IST
