এই পুজোয় 'বিক্রম বেদা'! হাড় হিম করা অ্যাকশন থ্রিলার নিয়ে আসছেন হৃতিক-সইফ জুটি

Last Updated:

Vikram Vedha: 'বিক্রম বেদা' একই নামের ২০১৭-এর তামিল অ্যাকশন থ্রিলারের একটি হিন্দি রিমেক

#মুম্বই: হৃতিক রোশন এবং সাইফ আলি খান অভিনীত বিক্রম বেদা-এর টিজার বুধবার সকালে প্রকাশিত হয়েছে । তারপর থেকেই দর্শকের উত্তেজনা হয়ে উঠেছে দ্বিগুণ। ভারতীয় লোককথার উপর ভিত্তি করে তৈরি বিক্রম বেধা। একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার যা একজন কঠোর পুলিশ অফিসারের গল্প বলে। তিনি একজন ভয়ঙ্কর গ্যাংস্টারকে খুঁজে বের করতে প্রস্তুত। টান টান অ্যাকশন সিনেমায় যৌথভাবে দুই সুপারস্টারকে দেখে তাক লেগে গিয়েছে দর্শকের।
advertisement
advertisement
ছবির টিজার সম্পর্কে হৃতিক রোশনের পোস্টের কমেন্ট বিভাগে, ভিকি কৌশল লিখেছেন: "প্রথম দিনের প্রথম শো।" হৃতিক রোশনের বন্ধু এবং ধুম ২-এর সহ-অভিনেতা অভিষেক বচ্চন লিখেছেন: "খুব দুর্দান্ত ভাই।" সাইফ আলি খানের বোন সাবা আলি খান মন্তব্য করেছেন: "উচ্ছ্বসিত! অধীর আগ্রহে অপেক্ষা করছি।" সাইফের হাম সাথ - সাথ হ্যায় সহ-অভিনেতা সোনালি বেন্দ্রে লিখেছেন "ওয়াও।" সিদ্ধান্ত চতুর্বেদী কমেন্টে আগুন এবং হৃদয়-চোখের ইমোজি পোস্ট করেছেন। "ফ্যাব," লিখেছেন বিপাশা বসু।
advertisement
প্রসঙ্গত, সাইফ আলি খানের স্ত্রী করিনা কাপুর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটির টিজার লিঙ্ক শেয়ার করেছেন। কয়েকটি হার্ট ইমোজি শেয়ার করেছেন তারসঙ্গে। হৃতিক রোশনের গার্লফ্রেন্ড সাবা আজাদও ছবিটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। হৃতিক রোশনের একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন: "প্রস্তুত? চল যাই।"
advertisement
'বিক্রম বেদা' একই নামের ২০১৭-এর তামিল অ্যাকশন থ্রিলারের একটি হিন্দি রিমেক। সেটি পুষ্কর-গায়ত্রী পরিচালনা করেছিলেন। সিনেমাটি বক্সে সফল হয়েছিল এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিল। এতে প্রধান চরিত্রে মাধবন এবং বিজয় সেতুপতি অভিনয় করেছিলেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই পুজোয় 'বিক্রম বেদা'! হাড় হিম করা অ্যাকশন থ্রিলার নিয়ে আসছেন হৃতিক-সইফ জুটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement