Abhishek Banerjee: ‘ছোট, সেজো, মেজো নেতার নামে জয়ধ্বনি...,’ সতর্ক করে দিলেন অভিষেক! ‘সস্তায় লাইক বা শেয়ার’ নয়, এবার কড়া বার্তা

Last Updated:

এদিনের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘এই প্রথম তৃণমূল কংগ্রেসের এত বড় সোশ্যাল মিডিয়া কনক্লেভ করেছি। সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে আমাদের বড় অস্ত্র। মমতা বন্দোপাধ্যায় আমাকে ফোন করে বলেছেন সোশ্যাল মিডিয়ার ছেলেরা এত ভাল কাজ করেছে।’’

News18
News18
কলকাতা: সালটা ২০২৬৷ চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন৷ আর নির্বাচনের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতখানি এবং মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের কথা পৌঁছে দিতে, কীভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে, সোমবার এ বিষয়ে তাঁর দলের সোশ্যাল মিডিয়ার ‘যোদ্ধাদের’ বিশদে পরামর্শ দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, স্পষ্ট করে বলে দিলেন, ব্যক্তির হয়ে নয়, সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে হবে দলের হয়ে৷
সোমবার কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে আয়োজিত ডিজিটাল যোদ্ধাদের সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘ব্যক্তির থেকে বড় দল। ছোট, সেজো, মেজো নেতার নামে জয়ধ্বনি না দিয়ে আপনারা দলের নামে প্রচার করুন।’’ অভিষেকের সতর্ক বার্তা, ‘‘প্রতি ওয়ার্ড, প্রতি অঞ্চলে উন্নয়ন মূলক কাজের পোস্ট করুন। কিছু নেতা সস্তায় লাইক বা শেয়ার পেতে কিছু পোস্ট করে। এমন কাজ করবেন না।’’
advertisement
advertisement
এদিনের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘এই প্রথম তৃণমূল কংগ্রেসের এত বড় সোশ্যাল মিডিয়া কনক্লেভ করেছি। সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে আমাদের বড় অস্ত্র। মমতা বন্দোপাধ্যায় আমাকে ফোন করে বলেছেন সোশ্যাল মিডিয়ার ছেলেরা এত ভাল কাজ করেছে।’’
advertisement
‘যোদ্ধা’দের প্রতি অভিষেকের বার্তা, ‘‘বিজেপির মতো টাকা পয়সা, ইডি, সিবিআই, ইসিআই, কেন্দ্রীয় বাহিনী নেই। কিন্তু আমাদের হাজার হাজার ডিজিটাল যোদ্ধা আছে। যাঁরা প্রচার করে চলেছেন বুকের রক্ত তুলে। হাতে আর কয়েকদিন আছে। তাই এক ইঞ্চি জমি ছাড়া যাবে না। আমাদের ফাঁক দেখলেই ওরা মানুষকে ভুল বোঝাবে। আমাদের দায়িত্ব আমাদের কাজ মানুষের কাছে নিয়ে যাওয়া।’’
advertisement
নির্বাচনের আগে ঠিক কীভাবে ব্যবহার করতে হবে সোশ্যাল মিডিয়াকে? যোদ্ধাদের দেওয়া পরামর্শে অভিষেক বলেন, ‘‘বিজেপির আলটপকা মন্তব্য বেশি করে প্রচারে বলতে হবে। আমাদের প্রচারে থাকতে হবে। মিথ্যার বেড়াজাল ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে। বিজেপির অভিসন্ধি, মিথ্যার বেড়াজাল আমাদের ভাঙতে হবে। তৃণমূল কোথায় ব্যর্থ, সব বিধানসভায় শুনেছি বিজেপি চার্জশিট প্রকাশ করবে। আপনারা পাল্টা বলুন, কেন্দ্রের কাছে কত টাকা আটকে আছে।’’ অভিষেকের স্পষ্ট বার্তা, ‘‘২৫০ আসন করতেই হবে। ১১০ দিন লড়তে হবে। এক ইঞ্চি ছাড়া যাবে না জায়গা। সময় নষ্ট করা যাবে না।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ‘ছোট, সেজো, মেজো নেতার নামে জয়ধ্বনি...,’ সতর্ক করে দিলেন অভিষেক! ‘সস্তায় লাইক বা শেয়ার’ নয়, এবার কড়া বার্তা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement