উইকিপিডিয়া বলে ভারতের 'যৌন প্রতীক' মল্লিকা! এই ইমেজ বদলাতে চান না অভিনেত্রী
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Mallika Sherawat: এখন কী করব? এই ইমেজকে বদলাব কীকরে? আমি নিজেও জানি না কিভাবে... আমি সেদিকে মনোযোগ দিই না...
#মুম্বই: বলিউডের ইঁদুর দৌড় থেকে দূরে থেকেই খুশি মল্লিকা শেরাওয়াত। এমনকি খবরে থাকার জন্য পিআর কৌশলগুলিও জানেন না তিনি। তিনি কাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যাতায়াত করেন এবং এতেই ভাল আছেন তিনি।
অভিনেত্রী জানান, “আমি কি বলব... আমি জনসংযোগ এবং সব সঙ্গে যোগাযোগের বাইরে! আমি কেবল নিজের জন্য কথা বলতে পারি। আমি খুব সৎ ব্যক্তি ছিলাম এবং কখনও কখনও আমি এর কারণে অনেক সমস্যায় পড়েছি। অন্য অভিনেতারা কী করছেন বা তাঁদের PR কী করছে সেদিকে আমি মনোযোগ দিই না”। সম্প্রতি RK/RKay ছবি দেখেছেন তিনি।
advertisement
advertisement
তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার দিকেও খেয়াল করেন না। তিনি এটিকে ঘৃণা করেন এবং বলেন, "আমি সোশ্যাল মিডিয়া পছন্দ করি না। আমি এটা ঘৃণা করি। আমি ইন্টারনেটে নেই, আমি অনুভব করি যে সেখানে অনেক নেতিবাচকতা হয়। আমি আমার সম্পর্কে অন্য কারুর মতামত চাই না।"
advertisement
শেরাওয়াত ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ না রাখতেই পারেন, কিন্তু ইন্টারনেট তাঁকে ভুলে যায়নি। তাঁর প্রথম সিনেমা মার্ডার, তাঁকে একজন গ্ল্যামারাস অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। তারপর থেকেই উইকিপিডিয়া তাঁকে ভারতের 'যৌন প্রতীক' বলে অভিহিত করেছে। এই ইমেজটি কীভাবে গ্রহণ করেন অভিনেত্রী?
advertisement
তিনি বিদ্রুপ করেন, “আমি জানিও না কে লেখে এগুলো! মানুষ কি উইকিপিডিয়াকে গুরুত্ব সহকারে নেয়? আমি না। এখন কী করব? এই ইমেজকে বদলাব কীকরে? আমি নিজেও জানি না কিভাবে... আমি সেদিকে মনোযোগ দিই না। যদিও মানুষ আমাকে উপলব্ধি করতে চায়, এটি তাঁদের মনোভাব। আমি যা করছি তাঁর উপর আমাকে ফোকাস করতে হবে।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2022 10:05 PM IST