#মুম্বই: বিয়ের পর মঙ্গলবারই মুম্বইতে ফিরে এসেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Katrina Kaif Vicky Kaushal)। এখন একসঙ্গেই রয়েছেন নতুন বাড়িতে। শুরু করেছেন নতুন সংসার। বিয়ের পর প্রথমবার স্বামীর জন্য রান্না করতেও দেরি করলেন না ক্যাট সুন্দরী (Katrina Kaif Vicky Kaushal)। ইনস্টাগ্রামের স্টোরিতে সেই খাবারের ছবিও শেয়ার করে বুঝিয়ে দিলেন, সংসারের দায়িত্ব নিয়ে ফেলেছেন অভিনেত্রী। বুধবার নিজের ইনস্টাগ্রামের ডিসপ্লে ছবি বদলানোর পর এবার ভক্তদের সঙ্গে আরও রোম্যান্টিক বিষয় শেয়ার করলেন ক্যাটরিনা (Katrina Kaif Vicky Kaushal)।
ইনস্টাগ্রামের স্টোরিতে ক্যাটরিনা শেয়ার করেছেন এক বাটি সুজির হালুয়ার ছবি। তাতে ক্যাপশনে লিখে দিয়েছেন, 'আমি বানিয়েছি'। এর পরই ভিকি কৌশল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তাঁর বাটি ভর্তি সুজির হালুয়ার ছবি। এবং স্ত্রীয়ের এই রান্নার প্রশংসা করতেও একেবারে দেরি করেননি অভিনেতা। স্ত্রীয়ের রান্নার প্রশংসা করে ভিকি ক্যাপশনে লিখেছেন, 'এখনও পর্যন্ত সেরা হালুয়া'। বিয়ের লাড্ডু খেয়ে ক্যাটরিনার হাতের হালুয়া খেতেও দারুণ লাগছে ভিকির। স্ত্রীয়ের মন জোগাতে সেই ছবি শেয়ারও করেছেন সঙ্গে সঙ্গেই।
আরও পড়ুন: মুম্বইয়ে যুগলে ভিকি-ক্যাটরিনা, প্রথমবার জনসমক্ষে নবদম্পতি, দেখুন 'ভিক্যাটের' ভাইরাল ভিডিও
View this post on Instagram
View this post on Instagram
যেন একটা স্বপ্নের মতো। রাজস্থানের বারওয়ারা ফোর্টের সিক্স সেন্সের রিসর্টে বিলাসবহুল ভাবে বিয়ে সেরেছেন বলিউডের দুই তারকা অভিনেতা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। প্রথম থেকে বিয়ে নিয়ে যতটা রাখঢাক করা হয়েছিল দুই পরিবারের তরফে, বিয়ে শেষে অবশ্য ভক্তদের নিরাশ করছেন না ভিকি-ক্যাটরিনা। প্রতিদিনই বিয়ে ও বিয়ের সঙ্গে জড়িত নানা অনুষ্ঠানের ছবি-ভিডিও শেয়ার করছেন ক্যাটরিনা ও ভিকি। গত ৯ ডিসেম্বর বিয়ে করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সোমবার ফের বিয়ের দিনের কিছু অদেখা ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফ।
বিয়ে মিটতেই এবার গ্র্যান্ড রিসেপশনের পালা ভিকি ও ক্যাটরিনার। মুম্বইতেই কোনও বিলাসী হোটেলে বসতে চলেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের রিসেপশনের অনুষ্ঠান। অতিথি তালিকায় কারা ডাক পেয়েছেন, ভক্তদের সেদিকেই লক্ষ্য রয়েছে। জানা গিয়েছে, হৃত্বিক রোশন থেকে কঙ্গনা রানাওয়াত, কাউকেই বাদ দিচ্ছেন না ভিকি-ক্যাটরিনা। যদিও বিয়ের রিসেপশনের দিনক্ষণ এখনও চূড়ান্ত করেননি তাঁরা। ভিকি ও ক্যাটরিনা ইতিমধ্যেই বলিউডের বন্ধু-সহকর্মীদের উপহার পাঠিয়েছিলেন। কঙ্গনা সেই ছবি শেয়ার করে জানিয়েছিলেন, তাতে ছিল ঘি দিয়ে তৈরি লাড্ডু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Katrina kaif, Katrina Kaif Vicky Kaushal wedding, Vicky Kaushal, Vicky Kaushal and Katrina Kaif Wedding