Katrina Kaif’s gown sari : ৪০ জন শিল্পীর হাতে ১৮০০ ঘণ্টা ধরে তৈরি গাউন-শাড়িতে ক্যাটরিনা সাজেন প্রাক-বিয়ের অনুষ্ঠানে

Last Updated:

Katrina Kaif’s gown sari : একদিকে শাড়ি, আবার অন্যদিকে গাউনও (gown sari)৷ তাঁকে এই মিশ্র পোশাকে সাজিয়েছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়

মুম্বই : তারকাদের স্বপ্নের বিয়ের তালিকার শীর্ষে এখন ভিক্যাটের বিয়ে (Vicky Kaushal and Katrina Kaif wedding)৷ রাজস্থানি ঘরানার বিবাহরীতি পছন্দ ছিল ক্যাটরিনার৷ আবার ভুলতে চাননি তাঁর মায়ের ব্রিটিশ শিকড়ও৷ তাই তাঁর পরনে দেখা গিয়েছে দেশি ছোঁয়ায় তৈরি একটি ওয়েডিং গাউন৷ সেটা একদিকে শাড়ি, আবার অন্যদিকে গাউনও (gown sari)৷ তাঁকে এই মিশ্র পোশাকে সাজিয়েছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়৷
সব্যসাচীর নক্সায় তৈরি শাড়িশোভিত ক্যাটরিনা ইতিমধ্যেই নজর কেড়েছেন নেটিজেনদের (Katrina Kaif’s pre wedding gown sari)৷ তাঁর প্রাক-বিবাহ উদযাপনেও পরনে ছিল সব্যসাচীর তৈরি শাড়িই৷ সেগুলির ছবি এ বার শেয়ার করেছেন স্বয়ং স্রষ্টা সব্যসাচী৷ তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্যাটরিনার ছবি৷ প্যাস্টেল শেডের পোশাকপরিহিতা ক্যাটরিনা সেই ছবিতে দাঁড়িয়ে আছেন হাতে ফুলের স্তবক নিয়ে৷ যেন নতুন জীবন শুরু করার আগে মধুর প্রহর গুনছেন তিনি৷
advertisement
আরও পড়ুন : সুনীল শেট্টির ছেলে, ক্যাটরিনার বোন! এ বছর আর কাদের অভিষেক বলিউডে?
সব্যসাচীর পোস্ট থেকে জানা গিয়েছে, প্রাক বিবাহ উদযাপনে ক্যাটরিনা তাঁর মায়ের ব্রিটিশ ঐতিহ্যকে সম্মান জানিয়েছেন৷ লম্বা এলানো ওড়নার সঙ্গে ভিন্টেজ লুকের এই গাউন-শাড়ির কথা ভেবেছেন সব্যসাচীই৷ চারধারের আকৃতি দেখে মনে হবে ক্যাটরিনা যেন গাউন পরেছেন৷ প্যাস্টেল রঙা এই গাউন-শাড়ি জুড়ে আছে ইংল্যান্ডে পরিচিত ফুলের গুচ্ছ৷ তাদের মাঝে উঁকি দিচ্ছে সেমি প্রেশাস জেম এবং স্ফটিক৷ সূচিশিল্পের কাজ করেছেন বাঙালি শিল্পীরা৷ ৪০ জন শিল্পী ১৮০০ ঘণ্টা কাজ করে তৈরি করেছেন এই গাউন-শাড়ি৷
advertisement
advertisement
আরও পড়ুন : মুম্বইয়ে যুগলে ভিকি-ক্যাটরিনা, প্রথমবার জনসমক্ষে নবদম্পতি, দেখুন 'ভিক্যাটের' ভাইরাল ভিডিও
শাড়ির সঙ্গে ক্যাটরিনা পরেছেন সব্যসাচীর তৈরি গয়নাই৷ চোকারে আনকাট হিরেকে ঘিরে ছিল ওপাল এবং হাল্কা আভার রুশ এমারেল্ড৷ সঙ্গে কানের দুলও সব্যসাচীর হেরিটেজ জুয়েলারিরই সৃষ্টি৷ ক্যাটরিনার স্টাইলিস্ট ছিলেন অনয়িতা শ্রফ আদাজানিয়া এবং অক্ষয় ত্যাগী৷ অনয়িতা জানিয়েছেন, শাড়ির আভিজাত্যের মধ্যেই তাঁরা ধরতে চেয়েছেন ‘হোয়াইট ওয়েডিং’-এর সৌন্দর্য৷ তাঁর ধারণাই ফুটিয়ে তুলেছেন সব্যসাচী৷ ক্যাটরিনার পরনের পোশাক এবং হাতে ধরা কোমল ফুলগুলি আসলে রোম্যান্টিক উপন্যাসের পৃষ্ঠার মাঝে লুকিয়ে রাখার মতোই৷ অনুভব অনয়িতার৷
advertisement
আরও পড়ুন : রাজকীয় বিয়ের পর এবার ভিকি-ক্যাটরিনার গ্র্যান্ড রিসেপশন, অতিথি তালিকায় ডাক পেলেন কারা?
ক্যাটরিনার সঙ্গে যোগ্য সঙ্গত দিতে ভিকির পরনে ছিল সব্যসাচীর তৈরি ব্যাঙ্গালোর সিল্কের এম্ব্রয়ডারি করা শেরওয়ানি এবং তার সঙ্গে ম্যাচিং করা চুড়িদার৷ সঙ্গে সোনার জলের বেঙ্গল টাইগার বাটনস৷ ভিকির রাজকীয় রূপের ধারণা তৈরি করেছেন সেলেব্রিটি স্টাইলিস্ট আমনদীপ কউর৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif’s gown sari : ৪০ জন শিল্পীর হাতে ১৮০০ ঘণ্টা ধরে তৈরি গাউন-শাড়িতে ক্যাটরিনা সাজেন প্রাক-বিয়ের অনুষ্ঠানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement