Katrina Kaif’s gown sari : ৪০ জন শিল্পীর হাতে ১৮০০ ঘণ্টা ধরে তৈরি গাউন-শাড়িতে ক্যাটরিনা সাজেন প্রাক-বিয়ের অনুষ্ঠানে

Last Updated:

Katrina Kaif’s gown sari : একদিকে শাড়ি, আবার অন্যদিকে গাউনও (gown sari)৷ তাঁকে এই মিশ্র পোশাকে সাজিয়েছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়

মুম্বই : তারকাদের স্বপ্নের বিয়ের তালিকার শীর্ষে এখন ভিক্যাটের বিয়ে (Vicky Kaushal and Katrina Kaif wedding)৷ রাজস্থানি ঘরানার বিবাহরীতি পছন্দ ছিল ক্যাটরিনার৷ আবার ভুলতে চাননি তাঁর মায়ের ব্রিটিশ শিকড়ও৷ তাই তাঁর পরনে দেখা গিয়েছে দেশি ছোঁয়ায় তৈরি একটি ওয়েডিং গাউন৷ সেটা একদিকে শাড়ি, আবার অন্যদিকে গাউনও (gown sari)৷ তাঁকে এই মিশ্র পোশাকে সাজিয়েছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়৷
সব্যসাচীর নক্সায় তৈরি শাড়িশোভিত ক্যাটরিনা ইতিমধ্যেই নজর কেড়েছেন নেটিজেনদের (Katrina Kaif’s pre wedding gown sari)৷ তাঁর প্রাক-বিবাহ উদযাপনেও পরনে ছিল সব্যসাচীর তৈরি শাড়িই৷ সেগুলির ছবি এ বার শেয়ার করেছেন স্বয়ং স্রষ্টা সব্যসাচী৷ তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্যাটরিনার ছবি৷ প্যাস্টেল শেডের পোশাকপরিহিতা ক্যাটরিনা সেই ছবিতে দাঁড়িয়ে আছেন হাতে ফুলের স্তবক নিয়ে৷ যেন নতুন জীবন শুরু করার আগে মধুর প্রহর গুনছেন তিনি৷
advertisement
আরও পড়ুন : সুনীল শেট্টির ছেলে, ক্যাটরিনার বোন! এ বছর আর কাদের অভিষেক বলিউডে?
সব্যসাচীর পোস্ট থেকে জানা গিয়েছে, প্রাক বিবাহ উদযাপনে ক্যাটরিনা তাঁর মায়ের ব্রিটিশ ঐতিহ্যকে সম্মান জানিয়েছেন৷ লম্বা এলানো ওড়নার সঙ্গে ভিন্টেজ লুকের এই গাউন-শাড়ির কথা ভেবেছেন সব্যসাচীই৷ চারধারের আকৃতি দেখে মনে হবে ক্যাটরিনা যেন গাউন পরেছেন৷ প্যাস্টেল রঙা এই গাউন-শাড়ি জুড়ে আছে ইংল্যান্ডে পরিচিত ফুলের গুচ্ছ৷ তাদের মাঝে উঁকি দিচ্ছে সেমি প্রেশাস জেম এবং স্ফটিক৷ সূচিশিল্পের কাজ করেছেন বাঙালি শিল্পীরা৷ ৪০ জন শিল্পী ১৮০০ ঘণ্টা কাজ করে তৈরি করেছেন এই গাউন-শাড়ি৷
advertisement
advertisement
আরও পড়ুন : মুম্বইয়ে যুগলে ভিকি-ক্যাটরিনা, প্রথমবার জনসমক্ষে নবদম্পতি, দেখুন 'ভিক্যাটের' ভাইরাল ভিডিও
শাড়ির সঙ্গে ক্যাটরিনা পরেছেন সব্যসাচীর তৈরি গয়নাই৷ চোকারে আনকাট হিরেকে ঘিরে ছিল ওপাল এবং হাল্কা আভার রুশ এমারেল্ড৷ সঙ্গে কানের দুলও সব্যসাচীর হেরিটেজ জুয়েলারিরই সৃষ্টি৷ ক্যাটরিনার স্টাইলিস্ট ছিলেন অনয়িতা শ্রফ আদাজানিয়া এবং অক্ষয় ত্যাগী৷ অনয়িতা জানিয়েছেন, শাড়ির আভিজাত্যের মধ্যেই তাঁরা ধরতে চেয়েছেন ‘হোয়াইট ওয়েডিং’-এর সৌন্দর্য৷ তাঁর ধারণাই ফুটিয়ে তুলেছেন সব্যসাচী৷ ক্যাটরিনার পরনের পোশাক এবং হাতে ধরা কোমল ফুলগুলি আসলে রোম্যান্টিক উপন্যাসের পৃষ্ঠার মাঝে লুকিয়ে রাখার মতোই৷ অনুভব অনয়িতার৷
advertisement
আরও পড়ুন : রাজকীয় বিয়ের পর এবার ভিকি-ক্যাটরিনার গ্র্যান্ড রিসেপশন, অতিথি তালিকায় ডাক পেলেন কারা?
ক্যাটরিনার সঙ্গে যোগ্য সঙ্গত দিতে ভিকির পরনে ছিল সব্যসাচীর তৈরি ব্যাঙ্গালোর সিল্কের এম্ব্রয়ডারি করা শেরওয়ানি এবং তার সঙ্গে ম্যাচিং করা চুড়িদার৷ সঙ্গে সোনার জলের বেঙ্গল টাইগার বাটনস৷ ভিকির রাজকীয় রূপের ধারণা তৈরি করেছেন সেলেব্রিটি স্টাইলিস্ট আমনদীপ কউর৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif’s gown sari : ৪০ জন শিল্পীর হাতে ১৮০০ ঘণ্টা ধরে তৈরি গাউন-শাড়িতে ক্যাটরিনা সাজেন প্রাক-বিয়ের অনুষ্ঠানে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement