Karisma kapoor: মধুচন্দ্রিমায় তুলেছিলেন নিলামে, সেই প্রাক্তন স্বামীর সঙ্গে ডিনার ডেটে করিশ্মা, তবে কী...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Karisma kapoor: শনিবার রাতে মুম্বইয়ের একটি জনপ্রিয় রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেছে করিশ্মা কাপুর ও তার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরকে । ঝড়ের গতিতে ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
মুম্বই: নব্বইয়ের দশকে কেরিয়ারে সাফল্যে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন করিশ্মা কাপুর। একের পর এক হিট ছবি করিশ্মার ঝুলিতে। কেরিয়ার তখন মধ্যগগণে। ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিশ্মা। বন্ধুদের সঙ্গে নিয়েই মধুচন্দ্রিমাতে গিয়েছিলেন সঞ্জয় কাপুর ।প্রথম মধুচন্দ্রিমাতেই তিনি বুঝে গেছিলেন এই সম্পর্কের পরিণতি। মধুচন্দ্রিমাতে গিয়ে এক রাতের জন্য করিশ্মাকে নিলামে তুলেছিলেন স্বামী সঞ্জয় । যদিও সেই সম্পর্ক টেকেনি৷ ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়েছিল তাঁদের৷ তবে এবার সেই প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা গেল করিশ্মা কাপুরকে৷
শনিবার রাতে মুম্বইয়ের একটি জনপ্রিয় রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেছে করিশ্মা কাপুর ও তার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরকে । করিশ্মা এবং সঞ্জয়ের দুই সন্তান, মেয়ে সামাইরা কাপুর এবং ছেলে কিয়ান রাজ কাপুর। এদিন মেয়ে সামাইরার সঙ্গে একসঙ্গে ডিনার করতে দেখা গেছে তাদের৷ ঝড়ের গতিতে ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
ভাইরাল ভিডিওতে সঞ্জয়কে প্রথম রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেছে৷ হাতে ব্লেজার নিয়ে ফর্মাল শার্ট এবং প্যান্ট পরে নজর কেড়েছেন সঞ্জয় । ডিনার ডেটে করিশ্মা কালো ফ্লাওয়ার প্রিন্টের পোশাকে সেজেছিলেন৷ দুজনেই নিজেদের আলাদা গাড়ি করে এসেছিলেন৷ পাপারাৎজিদের উদ্দেশ্যে হাতও নাড়েন করিশ্মা ও সঞ্জয় কাপুর৷ অপর ভিডিওতে মেয়ে সামাইরাকে রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেছে। তিনিও কালো রঙের পোশাক পরেছিলেন৷ তবে কি করিশ্মার সঙ্গে পুরোনো তিক্ততা মিটে গেছে সঞ্জয়ের, উঠছে একাধিক প্রশ্ন৷
advertisement
বিবাহবিচ্ছেদের কয়েক বছর পর সঞ্জয় আবার বিয়ে করেন। অভিনেত্রী প্রিয়াকে বিয়ে করেছেন তিনি৷ অন্যদিকে করিশ্মা এখনও একা৷ সন্তানদের দায়িত্ব পালন করছেন৷ ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে জি ফাইভের ওয়েব সিরিজ ‘ব্রাউন’-এ দেখা যাবে করিশ্মা কাপুরকে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2023 1:12 PM IST